শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

চট্টগ্রামে পাইকারিতে পিয়াজের দাম কমলেও খুচরায় দ্বিগুণ

চট্টগ্রাম ব্যুরো / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

পাইকারিতে তেমন কোনো প্রভাব না থাকলেও খুচরা বাজারে পিয়াজের দামে আগুন লেগেছে। এই আগুনের প্রভাব পড়ছে মধ্য ও নিম্নবিত্ত ক্রেতাদের মাঝে। খুচরা বাজারে পিয়াজের দাম বেশি থাকায় পিয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।

তবে পিয়াজের মান ভেদে পাইকারিতে ২২ থেকে ৪৫ টাকা বিক্রি হলেও খুচরায় দাম বেশি রয়েছে। খুচরায় ক্রেতারা গত দুই সপ্তাহ ধরে ৭০-৭৫ টাকায় কেজিতে পিয়াজ কিনেছেন। বর্তমানে সেটি ৬০-৬৫ টাকা বিক্রি করা হচ্ছে। পাইকারিতে পিয়াজের দাম কমলেও খুচরায় প্রভাব পড়েনি। ফলে ক্রেতারা দাম কমার সুফল পাচ্ছেন না।
অন্যদিকে, চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে মিয়ানমারের পিয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৩৫ টাকায়। ভারতের পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। তাছাড়া প্রশাসনের কঠোর নজরদারিও রয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান।

মুরাদপুর এলাকার হাফেজ আহমদ নামে একজন ক্রেতা বলেন, খুচরা বাজারে পিয়াজের দামে এতো আগুন কেন জানি না। ৬৫-৭০ টাকায় পিয়াজ কিনতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ এতো দামে কিভাবে পিয়াজ কিনে খাবে। তবে পাইকারি বাজারে তেমন দাম না থাকলেও একটা সিন্ডিকেট এসব করতে পারে বলে জানান তিনি।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, খাতুনগঞ্জের প্রতিটি গুদামে পিয়াজ ভর্তি। পাইকারি দাম কমতে কমতে ২০-২২ টাকায় এসেছে। নেই কোনো সিন্ডিকেট। তবে পিয়াজের দাম এখন কমতির দিকে বলেও জানান তিনি।

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পাইকারিতে পিয়াজের দাম কমলেও এর সুফল ভোক্তারা এখনও পাচ্ছেন না। দেশের বাজার ব্যবস্থাটা এমন কোনো কিছুর দাম বাড়লে সবাই বাড়িয়ে দেয়। কমলে সবাই কমায় না। পিয়াজের দাম কমার সাথে সাথে খুচরা পর্যায়েও কমা দরকার ছিল। এর জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে জানান তিনি।

চট্টগ্রামে ঐত্যিবাহী খাতুনগঞ্জের বাজার সূত্রে জানা গেছে, আড়তের সামনেই রেখে দেওয়া হয়েছে পিয়াজ। প্রত্যেকটি গুদামে পরিপূর্ণ পিয়াজ রয়েছে। সর্বনিম্ন পিয়াজ ২০-২২ টাকায় (বার্মা) বিক্রি করছেন আড়তদাররা। যদিও ভারতীয় পিয়াজ মান ভেদে ৪০ ও ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ আগে ভারতীয় পিয়াজ বিক্রি হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকা দামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ