আগামী ৩০শে জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে আনিছুর রহমান, ধানের শীষ প্রতিকে সুশান্ত কুমার শান্ত ও জগ প্রতিকে বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল নির্বাচন করছে, তবে এই ৩জন প্রার্থীর মধ্যে কে হচ্ছে আগামীর পৌর পিতা অপেক্ষা মাঝখানে মাত্র ৫টি দিন আর এই নিয়ে চলছে বিচার বিশ্লেষণ।
ভোটারদের অভিমত, সৎ, মানবিক, যার মাধ্যমে পৌরসভার উন্নয়ন হবে এমন ব্যাক্তিকেই ভোট দিয়ে পৌর মেয়র নির্বাচিত করবে। তবে নির্বাচনে জয়লাভ করতে প্রার্থীরাও ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, দিচ্ছে উন্নয়নের নানান প্রতিশ্রুতি। তবে সব কিছু ছাপিয়ে পৌরসভা নির্বাচনে জয়লাভ করে কে বসবে মেয়রের চেয়ারে দেখার অপেক্ষায় নন্দীগ্রাম উপজেলাবাসী।
উল্লেখ্য, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র প্রার্থী, ২৭জন কাউন্সিলর প্রার্থী ও ১৪জন সংরক্ষিত মহিলা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০০৪ সালে গঠিত নন্দীগ্রাম পৌরসভার আয়তন মাত্র ১২ দশমিক ৩ বর্গ কিলোমিটার। ৯টি ওয়ার্ডে জনসংখ্যা ১৮ হাজার ৪৯৬ জন। আর ভোটার ১৫ হাজার ৯৭৩ জন।