শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ মজবুত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে’

আফাজ উদ্দিন মানিক / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বাংলাদেশ আজ একটা মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে আছে। যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ রোগাক্রান্ত অসহায়দের
আর্থিক সহায়তা দিয়ে আসছেন। তবে যারা এই আর্থিক অনুদানের আওতায় এখনও আসেননি তাদেরকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও
সমাজসেবা কার্যালয়ের অয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়্যারম্যান শাহজানান শিশির।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, মহিলা ভাইস চেয়্যারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন, জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম জানান, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইজড ও
জন্মগত হৃদরোগ আক্রান্ত ১৯ জন রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা করে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং উপজেলাধীন বেসরকারী এতিমখানা সমূহে ২০২১-২০২২ অর্থ বছরের দ্বিতীয় কিস্তিতে ক্যাপিটেশ গ্রান্টের বিয়াল্লিশ লক্ষ ছিয়ানব্বই
হাজার টাকা, ১৩ টি এতিম খানায় এবং উপজেলা সমাজ কল্যান কমিটির নগদ একচল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়। চেক প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলোঃ রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্স ৪ লক্ষ ৯২ হাজার টাকা, নিশ্চিন্তপুর ডিএস এতিমখানা ৪ লক্ষ ৫৬ হাজার টাকা,নলুয়া হাজী ইদ্রিস মুন্সী শিশু সদন৪ লক্ষ ৪৪ হাজার টাকা, কচুয়া জামেয়া আহম্মদীয়া  এতিমখানা, ৩ লক্ষ ৭২ হাজার টাকা, সুলতানা শিশু নিলয় গুলবাহার ৪ লক্ষ ৮০ হাজার টাকা, কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স ও এতিমখানা ২ লক্ষ ৮৮ হাজার টাকা, দৌলতপুর কাদেরিয়া সুন্নিয়া আঃ গফুর ভূঁইয়া ফাউন্ডেশন ২ লক্ষ ৮৮ হাজার টাকা,মাঝিগাছা জামালিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ৩ লক্ষ ৪৮ হাজার টাকা, আশ্রাফপুর আল মদিনা কমপ্লেক্স ২ লক্ষ ৪০ হাজার টাকা, পনশাহী আবুল বাশার এতিমখানা ৩ লক্ষ টাকা, পালগীরি আছিয়া খাতুন ফাউন্ডেশন ১ লক্ষ আশি হাজার, আলহাজ্ব সুলতান আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স মহদ্দিরবাগ,১ লক্ষ ২০ হাজার টাকা ও সুবিদপুর এতিম খানা ২ লক্ষ ৮৮ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ