শিরোনাম
‘মেট্রোরেলে ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী’: কাদের দুই লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন মধ্যরাত থেকে মাছ আহরণ বন্ধ ৬৫ দিনের জন্য চলতি মাসের ১৭ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলার স্বর্ণের ভ‌রি ১ লাখ ১৯ হাজার টাকা ছাড়াল পায়রা বন্দরের সাথে সড়ক ও রেলের সংযোগ বাড়ানোর সুপারিশ পাকিস্তানে গাড়ি খাদে পড়ে নিহত ১৪ মিডিয়া ট্রায়াল পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সামান্য অর্থ বাঁচাতে দেশ ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী বজ্রপাতে তিন জেলায় ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ধাপের উপজেলা ভোটের মাঠে ১৫৭ ম্যাজিস্ট্রেট চাঁদপুর জমিন পত্রিকার ২৫ বছরে পদার্পণে মিলাদ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

তামিমের সিংহাসন ছিনিয়ে নিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। বলা ভালো, বাংলাদেশ ক্রিকেটের সোনালী অধ্যায়টা যে বিখ্যাত পঞ্চপাণ্ডবের হাত ধরে রচিত হয়েছে, তাদের অন্যতম তিনি। মাশরাফি ও মাহমুদউল্লাহর বিদায়ে এখনও অবশ্য তামিম-সাকিবের সঙ্গে টিকে আছেন তিনিও।

বলছিলাম, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের কথা। তামিম-সাকিবের সঙ্গে নিজেদের মধ্যেই শ্রেষ্ঠত্বের লড়াইটা নিয়মিত চলতে থাকে তিন বন্ধুর। তাঁদের এই ‘সুস্থ প্রতিযোগিতা’টা অবশ্য দীর্ঘদিন ধরেই বর্তমান।

এই যেমন- এবার সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন মুশফিকুর রহিম। তিনি টপকে গেলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে।

পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসেই মাইলফলকটা নিজের দখলে নিলেন মুশফিক। অবশ্য চোট না পেলে তামিম ইকবালও খেলতেন এই টেস্টে। সেক্ষেত্রে হয়তো এটা ভিন্ন মাত্রাই পেত।

যাইহোক, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮ম সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯১ রানে আউট হওয়ায় তামিমকে তখন আর টপকানো হয়নি মুশফিকের। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল যখন ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন, তখন ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন মুশফিক। দিনশেষে তিনি অপরাজিত ১২ রানে।

আর এতেই তিনি টপকে গেছেন তামিমকে। টাইগারদের হয়ে টেস্টে ৭৬ ম্যাচে ১৪০ ইনিংস খেলে মুশফিকের সংগ্রহ এখনও পর্যন্ত ৪ হাজার ৭৯৯ রান। গড় ৩৭.৩৯।

আপাতত তাঁর থেকে ১০ রান পিছিয়ে পড়েছেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। তাঁর সংগ্রহ ৪ হাজার ৭৮৮। ৬৪ ম্যাচে ১২৩ ইনিংসে ব্যাট করে এই রান করেছেন তামিম।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫৮ ম্যাচের ১০৭ ইনিংসে ৩৯.৩৩ গড়ে তাঁর নামের পাশে রয়েছে ৩ হাজার ৯৩৩ রান। দ্বিতীয় টেস্টেই হয়তো মাঠে দেখা যেতে তামিম-সাকিবকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ