শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে গণ টিকাদান ক্যাম্পেইনে ভিড় অব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ( ২৯ সেপ্টেম্বর )বুধবার ফরিদগঞ্জ উপজেলা ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে করোনা টিকার লাইন স্কুলের ভবনের দ্বিতীয় তলা,নিচতলা সহ মাঠের এক তৃতীয়াংশ জাগায় ৬/৭হাজার টিকা গ্রহণকারীর উপচে পড়া ভিড় দেখা গেছে।

খলিলুর রহমান (৭০) মিজি বলেন,টিকা নিলে করোনা হবে না, তাই টিকা নিয়েছি। ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। মানুষের ঠেলা ধাক্কা খেয়ে দুপুর ১টার সময় টিকা নিতে পারছি। সরেজমিনে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেবল খলিলুর রহমান নন, ২৫ বছর বয়স থেকে শুরু করে ৮০ বছর পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার নারীপুরুষ লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা যত বাড়ছিল, মানুষের সংখ্যাও বাড়ছিল। সেখানে ছিল না কোনো সামাজিক দূরত্ব। অনেকের মুখেই ছিল না মাস্ক। ধাক্কাধাক্কি করে টিকা নিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকা সাফিয়া খাতুন (৭৫) বলেন, ‘সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়েছি।

কিন্তু, এখনও সামনে যেতে পারিনি। এখানে মুখ চিনে লাইন না মেনে টিকা দিচ্ছে। আর মানুষ তো ঠেলাঠেলি করছেই। আমার সামনে দুই জন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। পরে, টিকা না নিয়ে বাড়ি চলে গেছে।

ইউনিয়নের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা থেকে টিকা নিতে আসা এক ব্যক্তি বলেন, এ কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা ভূত করা দরকার ছিল । চেয়ারম্যান মেম্বাররা তা না করে ঢালাওভাবে একসাথে রাখার কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি। এভাবে স্বাস্থ্যবিধি না মেনে টিকা দিলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুকএক ব্যক্তি রাগে ক্ষোভে টিকার অনলাইন কপি ছিঁড়ে ফেলে দেন এবং বলেন ,চেয়ারম্যান মাইকিং করে লোক এনে গেদারিং সৃষ্টি করে অহেতুক মানুষদের কষ্ট দিচ্ছে ।মাত্র পনের শত লোককে টিকা দিবে সেখানে মাইকিং করার কারণে কয়েক হাজার লোকের সমাগম তাও আবার চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান ও দুই একজন মেম্বারের কারসাজিতে নিজেদের পরিচিত লোকদের মুখ দেখে দেখে আগেই টিকা দিচ্ছেন বাকি লোকগুলো ঘন্টার পর ঘন্টা কষ্ট ভোগ করছেন।

এ ব্যাপারে হারুন চেয়ারম্যান বলেন, ‘একসঙ্গে অনেক মানুষ টিকা নিতে আসায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যেহেতু পনের শত লোককে টিকা প্রদান করা হবে সে মোতাবেক সিভিল সার্জন থেকে জনবল কম দেওয়ার কারনে একটু অসুবিধা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যেন কোন বিশৃঙ্খলা না হয়।’আমরা এখনও মাইকিং করে সচেতন করা ও পুলিশের সহযোগিতায় লাইন মেইনটেইন করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ