শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

দুই ‘আলী’র সেঞ্চুরির পর বাবরের ২ রান

স্পোর্টস ডেস্ক / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১

দিন শেষ হওয়ার আধা ঘণ্টা আগেও বোঝা যায়নি এমন কিছু হবে। হারারেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা দাপটে শেষ করছিল পাকিস্তান। সেই সাতসকালে একটি উইকেট হারিয়েছিল, এরপর দিন যত গড়িয়েছে, টস জিতে পাকিস্তানের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত ততই সঠিক বলে মনে হয়েছে। দুই আলী—আবিদ ও আজহার মিলে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে আড়াই শ পার করে দেওয়ার পথেই ছিলেন। এরপরই ঘটল দুর্ঘটনা।

নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস চোট কাটিয়ে উঠতে পারেননি। তাই দ্বিতীয় টেস্টেও অধিনায়কত্ব করছেন ব্রেন্ডন টেলর। দিন শেষ হওয়ার আগে নতুন বল পাওয়ার সুযোগ পেতেই দেরি করেননি তিনি। লাল চকচকে বল তুলে দিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার হাতে। তাতেই মিলল ফল। ১৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসল পাকিস্তান, এর মধ্যে মাত্র ২ রানে আউট হয়ে যাওয়া অধিনায়ক বাবর আজমও আছেন। দিন শেষে এখনো সফরকারীরাই এগিয়ে আছে। কিন্তু শেষ বিকেলের পারফরম্যান্স আগামীকাল সকাল নিয়ে স্বপ্ন দেখাচ্ছে জিম্বাবুয়েকে।

হারারেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৮ রান করেছে পাকিস্তান। ১১৮ রানে অপরাজিত আছেন আবিদ আলী। সঙ্গে রাতটা কাটিয়ে দিতে নামা ‘নাইটওয়াচম্যান’ সাজিদ খান (১*)।

দুর্ভাগ্য কী, সেটা প্রথম টেস্টে টের পেয়েছিলেন ইমরান বাট। ক্যারিয়ারের প্রথম ফিফটি প্রথম নড়বড়ে নব্বই হয়ে গিয়েছিল তাঁর। পাকিস্তানের ওপেনার আজ ফিরেছেন দুই রানে। এনগারাভার বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গরমিল করে বিদায় নিয়েছেন বাট। দিনের অষ্টম ওভারে বাট যখন ফিরছেন, পাকিস্তানের রান তখন ১২।

এরপরের আড়াই সেশন শুধুই আজহার ও আবিদ আলীর। বল পুরোনো হয়ে যাওয়ায় একটু পরই জিম্বাবুয়ের চার পেসার উইকেট থেকে কোনো সাহায্য পাচ্ছিলেন না। টেন্ডাই চিসোরো ও মিল্টন শুম্বাও উইকেট স্পিন করাতে পারছিলেন না। শুরুতে আবিদ আলীই রান তুলছিলেন দ্রুত। কিন্তু থিতু হয়েই তাঁকে ছাড়িয়েছেন আজহার। ১৫ চারে ১৯৮ বলে সেঞ্চুরি পেয়েছেন আজহার। গত আট পঞ্জিকা বর্ষেই একটা না একটা টেস্ট সেঞ্চুরির রেকর্ডও হয়ে গেল আজহারের। এ কীর্তি শুধু বর্তমানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনেরই আছে।

আজ তৃতীয় সেশনের পানি পানের বিরতির আগেই সেঞ্চুরিটা পেয়ে গেছেন আজহার। অন্য প্রান্তে আবিদ আলী অবশ্য ভাগ্যের ছোঁয়া পেয়েছেন। বিরতির আগের ওভারে শুম্বার বলে ক্যাচ দিয়েছিলেন ৯৪ রানে থাকা আবিদ। কিন্তু উইকেটের পেছনে থাকা রেগিস চাকাভা সেটা ধরতে পারেননি। বিরতি থেকে ফিরে আবিদও পেয়েছেন সেঞ্চুরি। ২২৪ বলে তিন অঙ্ক ছোঁয়ার সময় তাঁর নামের পাশে ছিল ১৪টি চার।

টেলরের নতুন বল নেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণত হয়েছে।

প্রথম টেস্টে নতুন বল নেওয়ার সুযোগ আসার সঙ্গে সঙ্গেই জিম্বাবুয়ে সেটি না নেওয়ায় পাকিস্তানের ব্যাটসম্যানরা জেঁকে বসেছিলেন। এই টেস্টে জিম্বাবুয়ে অধিনায়ক টেলর আর তাই ভুল করেননি। ৮০ ওভারের পরই বল নিয়েছেন। প্রথম দুই ওভারে দারুণ লাইন লেংথ মেনে বল করেছেন মুজারাবানি ও এনগারাভা। তাঁদের আগ্রাসী বোলিং দলকে পুরস্কার এনে দিয়েছে ৮৩তম ওভারে। মুজারাবানির বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন আজহার আলী (১২৬)।

মুজারাবানির পরের ওভারেই মিলল বড় শিকার। প্রথম ম্যাচে শূন্য হাতে ফিরেছিলেন বাবর আজম। আজ মাত্র ২ রান করতেই বিদায়। আজহার ঢংয়েই ড্রাইভ করতে গিয়ে আউট পাকিস্তান অধিনায়ক। মুজারাবানির পরের ওভারে পুল করতে গিয়ে স্টাম্পে বল টেনে আনলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম (৫)। ১ উইকেটে ২৪৮ থেকে ৪ উইকেটে ২৬৪ হয়ে গেল পাকিস্তান। দিনের শেষভাগে আরেক ব্যাটসম্যানকে হারানোর ভয়ে সাজিদ খানকে নাইটওয়াচম্যান হিসেবে পাঠিয়েছে পাকিস্তান। ৪১ রানে ৩ উইকেট পেয়েছেন মুজারাবানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ