শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

মতলব উত্তরে খাদ্য সামগ্রী সেলাই মেশিন ও কুরআন বিতরণ

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে একাডেমি অব কুরআন স্টাডিজ ও আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য আতিকুল ইসলাম শিমুলের উদ্যোগে ইউনিয়নের দুঃস্থ্য ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও নতুন মক্তবে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল।

নূরুল আমিন রুহুল বলেছেন, আমি নূরুল আমিন রুহুল একদিন থাকব না। মরে যাব। যদি আমি কাজ না করে যাই। মানুষের সেবা না করি। তাহলে আপনারাই আমাকে মনে রাখবেন না। এটাই সত্যি। এজন্য মানুষের জন্য সেবা করে মরার পরে বেঁচে থাকতে চাই সবার মাঝে।

তিনি বলেন, আমি কে এটা আগে আপনারা সিদ্ধান্ত নেন। আমি একজন জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে এলাকার উন্নয়ন, সমস্যা ও এলাকাবাসীর কথা জাতীয় সংসদের গিয়ে উপস্থাপন করা। যেখানে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সে ব্যাপারগুলো প্রতিবাদ করা। কারণ একজন প্রতিনিধির কাজই হচ্ছে এলাকাবাসীর সমস্যা সমাধান করা। এলাকার উন্নয়নে কাজ করা। কিন্তু জনপ্রতিনিধি যদি খারাপ হয়। তাহলে এলাকার উন্নয়ন খারাপ হয়। এলাকার মানুষের কষ্ট হবে।

তিনি আরো বলেন, কিছু লোকের জন্য ইসলাম ধর্মের বদনাম হবে এটা কখনই মেনে নেওয়া যায় না। এই ধরণের অপকর্মে যারা জড়িত আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। যারা মুখে ধর্মের কথা বলে, ইসলামের নাম বলে চলবেন আর অধর্মীয় কাজ করবেন এটা কখনো গ্রহণযোগ্য নয়।

নুরুল আমিন রুহুল বলেন, প্রত্যেক ব্যক্তির ওপর ওই পরিমাণ ধর্মীয় শিক্ষা ফরজ যার মাধ্যমে সে ইসলাম বুঝতে পারে। অর্থাৎ ইমান, আকিদা, নামাজ, রোজা, হজ ও জাকাত ইত্যাদি যথাযথ আদায় করতে পারে। এটুকুু জানা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজে আইন।

উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্যাহ প্রধান, আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য আতিকুল ইসলাম শিমুল, একাডেমি অব কুরআন স্টাডিজের প্রতিষ্ঠিতা মেজর (অব.) কামরুল ইসলাম, ড. মোহাম্মদ জুলফিকার হাসান।
আরো বক্তব্য করেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, মতলব সরকারী ডিগ্রী কলেজের জিএস রহমত উল্লাহ চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম মিলন মুন্সি, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ, সদস্য কাজী মতিন, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম মনির হোসেন, যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল ও মাসুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ