রবিবার, ০৫ মে ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

ঢাকায় কাবাডি খেলা দেখবেন মোদি

দর্পণ ডেস্ক / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই সময় দুদেশের পুরুষ কাবাডি দল একটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ উপভোগ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় কাবাডি দল সেই ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের দেশে আসছেন নরেন্দ্র মোদি। তিনি নিজ দেশের কাবাডি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছেন ঢাকায় এসে যেন তাদের জাতীয় দল খেলে।

তিনি আরও বলেন, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে দুদেশের জাতীয় দলের প্রীতি ম্যাচ। তবে সশরীরে নাকি স্টার স্পোর্টসে সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনে দুই দেশের প্রধানমন্ত্রী ম্যাচ উপভোগ করবেন, তা এখনই বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ