শিরোনাম
ভারতের শিল্পপতি রতন টাটা মারা গেছেন কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা গণতান্ত্রিক রাজনীতি ফেরাতে দ্রুত নির্বাচনের আহ্বান রিজভীর প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই: তামিম বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী চিনির আমদানি শুল্ক কমানো হলো ৫০ শতাংশ তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু মুন্সীগঞ্জে ২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার শপথ নিলেন ২৩ বিচারপতি ফ্লোরিডায় আঘাত হানতে পারে ‘মিল্টন’ এস আলমের দুই প্রতিষ্ঠানের বিআইএন লক
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

চাঁদপুর মডেল থানার ওসির বিদায় বেলায় শহরবাসীর অশ্রুসিক্ত কান্না

এস. কাউসার ,চাঁদপুর / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনের চাঁদপুর থেকে বিদায়ের বেলা তার সাথে দেখা করতে আসা বিভিন্ন পর্যায়ের শত-শত শহরবাসীকে অশ্রুসিক্ত কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

এ সময় অয়িসার ইনচার্জ মো: নাসিম উদ্দিন ও অন্য পুলিশ কর্মকর্তারা ও তাদের চোঁখের অশ্রু ধরে রাখতে পারেনি। সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একজন পুলিশ কর্মকর্তাকে মানুষ এত আপন ও ভালো ভেসেছেন, তা চোঁখে না দেখলে অনুভব করা সম্ভব নয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ওসি বিদায় বেলায় তার বাসায় এই দৃশ্যের সৃষ্টি হয়। মনে হচ্ছিল চাঁদপুরবাসী যেন তাদের হৃদয়ের একজন মানুষকে হারিয়ে ফেলেছে। তারা তাকে বিদায়কালে তার সরকারি বাসা ছেড়ে কেহ যেতে চাচ্ছিলনা। তারা শুধু বসে বসে তার মনমুগ্ধকর কথা শুনতে দেখা যায়।

ওইদিন রাতে মো: নাসিম উদ্দিনের সরকারি বাসভবনে দেখা গেল, তাতে মনে হচ্ছিল ওসি নাসিম উদ্দিন যেন চাঁদপুরবাসীর কাছে একজন মানবদরদী ও জননন্দিত মানুষ। আসলে তা হচ্ছে, কর্মস্থলে সে দায়িত্ব পালনকালে মানুষকে ভাল সেবা ও নিরাপদে তাদের ঘুমানোর নিশ্চয়তা দিয়েছেন বলে।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে, ওসি নাসিম উদ্দিন করোনাকালীন চাঁদপুর বাসীকে সকল প্রকার সেবার পাশাপাশি অসহায় মানুষকে ৩১ টন খাদ্য সহায়তা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

এদিকে, হঠাৎ ওসি রদবদল হওয়ার বিষয়টি চাঁদপুর সদরে ছড়িয়ে পড়লে চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশিং কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ ও সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা চাঁদপুর মডেল থানায় ও ওসির বাসায় এসে ভীড় জমায়।

এ সময় তাদের হৃদয়ে জমা থাকা কথা বলেন, তাকে দোয়া করেন এবং তার দীর্ঘাঘূ কামনা করে তার পরিবারের জন্য শান্তি কামনা করে শান্তনা দিতে দেখা যায় সকল পর্যায়ের চাঁদপুর বাসীকে।

অনেক প্রবীন লোকজন, বিভিন্ন পর্যায়ের ইসলামি চিন্তাবিদ ও আলেম ওলামারা ওসি, মো: নাসিম উদ্দিনকে তাদের হৃদয় থেকে দোয়া করতে দেখা যায়।

অনেকে বলেন, চাঁদপুর মডেল থানায় স্বাধীনতার ৪৯ বছরে এ ধরনে মানবিক, সামাজিক ও জনদরদী, মানুষের কল্যানে কাজ করার ওসিকে তারা দায়িত্ব পালন করতে দেখেননি। যিনি চাঁদপুর সদর মডেল থানায় দায়িত্ব পালন কালে এ শহরের সকল আইন শৃংখলার পাশাপাশি,এ শহরের কিশোর গ্যাংয়ের যে ভয়াভহ উৎপাত ছিল সে উৎপাত দমন করতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের একজন কর্ম দক্ষ পুলিশ অফিসারকে হঠাৎ এভাবে চলে যেতে হবে তা’কেহ কামনা করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ