শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

কচুয়ায় জনতার হাতে আটককৃত সিএনজি চোর জেল হাজতে প্রেরণ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ায় অভিনব কায়দায় সিএনজি চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)সন্ধ্যায় কচুয়া পৌরসভার মাছিমপুর চিড়ার মিল এলাকা থেকে একটি সিএনজি চুরি করে উত্তর পালাখাল মোড়ে আসলে সন্দেহ ভাজন অবস্থায় আটক করে স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে সিএনজি মালিক ও স্থানীয় লোকজন তাদের উত্তম মধ্যম দিয়ে কচুয়া থানা পুলিশের দেয়। আটককৃতরা হলেন,কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত: মমতাজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ ইকবাল (৩০) ও মুরাদনগর উপজেলার পানথি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)।

চুরি হওয়া ওই সিএনজিটি কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের অধিবাসী ও ফল ব্যবসায়ী মো. শাহজালাল মিয়ার বলে দাবি করেন।

জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া পৌরসভার মাছিমপুর চিড়ার মিলের পাশে রাস্তায় মা-বাবার দোয়া লেখা সিএনজি রেখে চালক জয়নাল মিয়া বাড়ীতে গেলে চোর সদস্য আবু ইউসুফ ওরফে ইকবাল ও তার সহযোগী জসিম উদ্দিন কৌশলে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তারা ওই সিএনজি নিয়ে উত্তর পালাখাল মোড় এলাকায় পৌছলে হঠাৎ পথ ভূলে যায় এবং স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কচুয়া থেকে সিএনজি চুরির কথা স্বীকার করে।

স্থানীয় লোকজন বিষয়টি কচুয়া থানা পুলিশ জানালে পুলিশ তাদের থানায় হস্তান্তরের কথা বলেন। সিএনজি চোর সদস্য আবু ইউসুফ ওরফে ইকবাল ও তার সহযোগী জসিম উদ্দিন নিয়ে কচুয়া থানায় আসার পথে কচুয়া বাজারে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।

কচুয়া থানান উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ মামুন জানান, আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে (৫৪ ধারায়) চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছি এবং উদ্ধার হওয়া নিএনজির বৈধ কাগজপত্র আছে কিনা এবং প্রকৃত গাড়ীর মালিককে তার অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ