চাঁদপুরের কচুয়ায় পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র নাজমুল আলম স্বপন দুই দুই বারের মত বিপুল ভোটে নৌকা মার্কায় জয়লাভ করেন।
নৌকার মাঝি নাজমুল আলম স্বপন বলেন, কেন্দ্রে ছোট খাটো অপৃতিকর ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন হয়েছে। তবে নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে এই ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে থাকেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহনের লক্ষে প্রশাসনের পক্ষ হতে নেয়া হয়েছে পুলিশ, বিজিপি, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী ভিবিন্ন কেন্দ্রে টহল দেন।
কচুয়া পৌরসভা মোট ভোটার সংখ্যা ১৯০৯৯ জন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা, প্রশাসন ও মিডিয়া কর্মীরা ছিলেন।