শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

মতলবে ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণে দাবিতে গণসমাবেশ

মো: রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর-ঢাকা সংযোগের লক্ষ্যে কালীপুরে ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ দীর্ঘ দিনের দাবী মতলববাসীর। এই দাবীর পরিপেক্ষিতে বৃহস্পতিবার সকালে কালীপুরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এসময় তিনি বলেন, গজারিয়া ও মতলব সীমান্তবর্তী দুই উপজেলার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি ধনাগোদা নদীর ওপর একটি ব্রীজ। এখন মতলব ধনাগোদা নদীর উপর সংযোগের জন্য নির্মাণ বাস্তবায়ন এখন সময়ের দাবি। চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুরের সংসদ সদস্যরা ধনাগোদা নদীর উপর সংযোগ সেতু তৈরির একাত্মতা প্রকাশ করেছেন। ব্রীজটি নির্মাণ হলে মতলবে পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে।

উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ, প্রকল্প পরিচালক (সেতু নির্মাণ প্রকল্প এলজিইডি) মোঃ এবায়েদ আলী, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদুল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য রাধ্যেশ্যাম সাহা চান্দু বাবু, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য সাখাওয়াত গাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সহস্রাধিক জনতা।

উপস্থিত সকলে কালীপুর ব্রীজের উপর দিয়ে ঢাকার সাথে সংযোগ সেতু দ্রুত নির্মাণের দাবীতে একাত্মতা প্রকাশ করেন। সেতুটি নির্মাণ হলে মতলব তথা চাঁদপুরের সকল উপজেলাবাসী, লক্ষীপুর ও নোয়াখালীসহ কয়েকটি জেলার সাথে ঢাকার সংযোগ হাতের নাগাল হবে। ব্যবসা বাণিজ্য ও শিল্পাঞ্চলে পরিণত হবে এসব এলাকাগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ