চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের শিশু আনিসা রহমানের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারকৃত অপ-প্রচারের প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারী) বিকেলে আমিয়াপুর গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আনিসা রহমানের মামা মো. সালাউদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আনিসা রহমান বিগত কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্ট রোগে ভুগছিল।
২৫ জানুয়ারি সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ নিয়ে কিছু দুস্কৃতকারী নিজ স্বার্থ হাসিলে অপ-রাজনীতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু করে। তা আনিসা’র পরিবারের দৃষ্টিগোচর হয়। আনিসাকে হারিয়ে আমাদের পরিবারের সবাই হতাশাগ্রস্থ।
পরিবারের পক্ষ থেকে সকলকে এ অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানান মৃত আনিসা’র মামা মো. সালাউদ্দিন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শরীফ হোসেন, ইউপি সদস্য শিবলু সিকদার, সমাজসেবক জুয়েল সরকার, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, আনিছুর রহমান, আল-আমিন, বাবু পাঠান, জিশান আহমেদ ও নুরনবী প্রমুখ।