মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের পাশে সাকিব আল হাসান। ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে এক সময়ে কিংবদন্তি শচীনকেও ছাড়িয়ে যেতে পারেন সাকিব।

ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তার রাজসিক প্রত্যাবর্তনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতল টাইগাররা।

সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে মিরপুরে ৭.২ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে সংগ্রহ করেন ১৯ রান।

দ্বিতীয় ম্যাচে ৩০ রানে দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সোমবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচে ৮১ বলে ৫১ রান করেন সাকিব। এ দিন ফিফটি রান করার মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের মাঠে ৬ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন।

উইন্ডিজ সিরিজে তৃতীয় সর্বোচ্চ ১১৩ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব এ নিয়ে ১৪ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। ১৩ বার সিরিজ সেরা হয়েছেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। ১৫ বার সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার সিরিজ সেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২০ বার সিরিজ সেরা হয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ