সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

কোহলির মতো নেতা হতে হবে বাবরকে

স্পোর্টস ডেস্ক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

বিশ্ব ক্রিকেটকে নিজের জাত চিনিয়েছেন বাবর আজম। দুর্দান্ত পারফরম করে চলেছেন তিন ফরম্যাটেই। পাকিস্তান ক্রিকেট দলও তার ওপর আস্থা রেখেছে।

এতদিন ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন বাবর আজম। তবে নিউজিল্যান্ড সফরে সাদা জার্সির দলেরও নেতৃত্ব দেবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা বাবর আজমে আস্থা রাখলেও এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ।

তার মতে, অধিনায়ককে শুধু সাধারণ অধিনায়ক হলেই হয় না, একজন নেতাও হতে হয়।

এ ক্ষেত্রে বাবরের সামনে ভারতের অধিনায়ক বিরাট কোহলির উদাহরণ সামনে এনেছেন রশিদ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেন, ‘আমি মনে করি, বাবর আজমকে সাধারণ অধিনায়ক থেকে একজন নেতা হতে হবে। যেমনটি হয়েছেন ভারতের বিরাট কোহলি। সে নিজেকে একজন নেতা হিসেবে পরিণত করেছে। আমি বলতে চাচ্ছি– সবাই যেন মাঠের বাইরেও অধিনায়ককে শ্রদ্ধা করে।’

একজন অধিনায়কের খেলার বাইরেও অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করিয়ে দেন রশিদ লতিফ।

বলেন, ‘তোমাকে খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হবে এবং আউট অব দ্য বক্স সিদ্ধান্ত নিতে। আর এ কাজটি একজন নেতাই করতে পারে। তুমি এখন কোহলিকে দেখ। সে এখন পরিপূর্ণ একজন নেতা এবং মাঠেও নিজের দায়িত্বটা পুরোপুরি পালন করে। তুমি ভারত দলের আচরণ-ভঙ্গি কিংবা একাদশ নির্বাচনের দিকে খেয়াল করলে বুঝবে যে, সব সিদ্ধান্তেই কোহলির বড় ভূমিকা থাকে।’

এবং বাবর আজমও কোহলির মতো নেতা হতে পারবে বলে মনে করেন রশিদ।

নেতা হওয়ার সব গুণাবলিই বাবরের মধ্যে রয়েছে বলে তার বিশ্বাস।

সাবেক এই উইকেটরক্ষক বলেন, ‘আমি মনে করি বাবরও সঠিক পথেই আছে। আমার ধারণা, নিউজিল্যান্ড সফরের দল বাছাইয়ের ক্ষেত্রে বাবরেরও ভূমিকা ছিল। অসাধারণ ব্যাটিং প্রতিভার কারণে কটা নেতৃত্বগুণও চলে এসেছে তার মধ্যে। বাবর মৃদুভাষী হলেও মানসিকভাবে খুবই দৃঢ়, যা তার ব্যাটিংয়ে স্পষ্ট হয়েছে ইতিমধ্যে।’

  • তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ