শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ে রেকর্ড

বাণিজ্য ডেস্ক / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

করোনা মহামারি সত্ত্বেও রেকর্ড পরিমাণ রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। অর্থবছরের প্রথম ছয় মাসে আদায় হয়েছে ২৭ হাজার ৩৫০ কোটি টাকা। বৈদেশিক বাণিজ্য গতিশীল হওয়ায় আদায় বেড়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। 

দেশের মোট রাজস্বের বড় একটি অংশ আসে আমদানি-রপ্তানি বাণিজ্যের শুল্ক থেকে। চট্টগ্রাম বন্দর যার প্রধান উৎস। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২৭ হাজার ৩৫০ কোটি টাকার রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২১ হাজার ৭১৭ কোটি টাকা।

কাস্টমস হাউজের তথ্য বলছে, অর্থবছরের প্রথম ছয় মাস বা জুলাই-ডিসেম্বর সময়ে প্রধানত ২০টি খাত থেকেই সর্বোচ্চ ১২ হাজার কোটি টাকা শুল্ক আদায় হয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসে কয়েক হাজার ধরনের পণ্য থেকে।

এদিকে, শুল্ক দেয়ার ক্ষেত্রে বড় অবদান রাখছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্পগ্রুপ। এসব প্রতিষ্ঠানের আমদানি থেকে আসছে সিংহভাগ শুল্ক। এছাড়া সরকারি কয়েকটি প্রতিষ্ঠানও আমদানি খাতে বড় অংকের শুল্ক দিচ্ছে।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেন, ‘সবাই আমদানি-রপ্তানি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারাই আমাদের আয়ের প্রধান উৎস।’

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন উদ্যোক্তাদের স্বস্তি দিচ্ছে। গতিশীল হচ্ছে শিল্প বাণিজ্য।

পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, ‘বিদ্যুতের অল্পতার জন্য মিল-ফ্যাক্টরির ৫০ শতাংশ চালাতাম আমরা। আজকের বিদ্যুতের কোন ঘাটতি নেই। দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুতের অভাবে কল-কারখানা এক মিনিটও বন্ধ হচ্ছে না। এগুলোই তো আমাদের অর্জন।’

করোনা মহামারি সত্ত্বেও শুল্ক আদায়ে এমন ইতিবাচক অগ্রগতির পেছনে নিজেদের সৃজনশীল উদ্যোগ ও প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাহউদ্দিন রিজভী বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেভিনিউ আর্নিংয়ের গ্রোথ হলো প্রায় ২৬ শতাংশ। যেটা গত অর্থবছরে একই সময়ে ছিল প্রায় ২৩ শতাংশ।’

দৈনিক গড়ে ৭ হাজার আমদানি-রপ্তানি পণ্যের চালানের বিপরীতে প্রায় ১৫০ কোটি টাকার রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। আধুনিকায়নের পাশাপাশি কর্মীদের দক্ষতা বাড়ানো গেলে শুল্ক আদায় আরও বাড়ান সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ