শিরোনাম
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ আদালতে হাজির হতে পরীমণিকে সমন জারি স্বাস্থ্যসেবায় দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : রাষ্ট্রপতি সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল আবারও বাড়লো স্বর্ণের দাম ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের আজ পবিত্র শবে কদর চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বিশ্বকাপের শেষের দিকে বাংলাদেশ। তবে আসরটা মোটেই ভালো যাচ্ছে না টাইগারদের। টানা হারের সঙ্গে যুক্ত হয়েছে চোট সমস্যাও। প্রথমে পেসার সাইফউদ্দিন ছিটকে যাবার পর এবার বিশ্বকাপ শেষ হলো দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল পর্বে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এরপর শনিবার পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় সাকিবের বাম দিকের লোয়ার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ক্লিনিকাল পরীক্ষায় এটি গ্রেড ১ ইনজুরি।

সাকিব কবে ফিরবেন এ নিয়ে বলা হয়েছে, “টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে থাকা হচ্ছে না এবং কবে দলে ফিরবেন সেটি পরবর্তী পর্যালোচনা শেষে জানানো হবে।” বিসিবি আরও জানিয়েছে, সাকিবের বদলি হিসেবে দলে নতুন কাউকে নেওয়া হবে না।

চলতি বিশ্বকাপে সময়টা সাকিবেরও ভালো কাটেনি। প্রথম বা কোয়ালিফাইং রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে ২টি, ওমানের সঙ্গে ৩টি ও পাপুয়া নিউগিনির সঙ্গে ৪ উইকেট নিলেও মূল পর্বে এসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় ২ উইকেট ছাড়া শূন্য হাতে ছিলেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ব্যাট হাতে যথাক্রমে ২০, ৪২, ৪৬, ১০, ৪ ও ৯ রান করেন তিনি।

এদিকে সাইফউদ্দিনের ছিটকে পড়ায় রিজার্ভ বেঞ্চে থাকা রুবেল হোসেনকে দলে নেওয়া হয়। সাইফউদ্দিন আর সাকিবই নন শুধু, চোটে পড়েছে উইকেট রক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অনুশীলনে পেটে ব্যথা পেয়ে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খেলতে না পারার শঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিও। এখন সাকিবের ছিটকে যাওয়ায় ১৪ জনের দলে পরিণত হয়েছে। বাকি আছে আরও দুটি ম্যাচ। আইসিসির নিয়মে এখন সাকিবের বদলে নতুন কাউকে যে দলে নেবে সেই সময়ও নেই বিসিবির হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ