শিরোনাম
‘মেট্রোরেলে ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী’: কাদের দুই লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন মধ্যরাত থেকে মাছ আহরণ বন্ধ ৬৫ দিনের জন্য চলতি মাসের ১৭ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলার স্বর্ণের ভ‌রি ১ লাখ ১৯ হাজার টাকা ছাড়াল পায়রা বন্দরের সাথে সড়ক ও রেলের সংযোগ বাড়ানোর সুপারিশ পাকিস্তানে গাড়ি খাদে পড়ে নিহত ১৪ মিডিয়া ট্রায়াল পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সামান্য অর্থ বাঁচাতে দেশ ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী বজ্রপাতে তিন জেলায় ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ধাপের উপজেলা ভোটের মাঠে ১৫৭ ম্যাজিস্ট্রেট চাঁদপুর জমিন পত্রিকার ২৫ বছরে পদার্পণে মিলাদ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

নারায়নপুর পৌর প্রশাসক হিসেবে রেনু দাসের যোগদান

মতলব প্রতিনিধি / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরে গত ১৬ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণপুর পৌরসভার প্রশাসক নিয়োগ দেয়া হয়। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন ২০২২ এর ধারা ৯ অনুযায়ী নারায়ণপুর পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক নারায়ণপুর পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকাণ্ড পালন করতে পারবেন। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ১২৯ এর আলোকে মেয়াদ উত্তীর্ণের তারিখ হইতে নতুন প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত পূর্ববর্তী প্রশাসকের সম্পাদিত কার্যক্রম ভুতাপেক্ষভাবে অনুমোদন করা হয়।

উল্লেখ্য, নারায়নপুর ইউনিয়ন পরিষদটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বর্তমান চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারসহ ৬ জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। বর্তমান চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বিগত ২০০৩ সাল থেকে অদ্যবদী পর্যন্ত দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্বে থাকাকালীন সময় অর্থাৎ ২০১০ সালের ১৫ জুলাই নারায়নপুর ইউনিয়নটিকে পৌরসভা ঘোষণা করা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য (চাঁদপুর -১ আসনের সঙ্গে সম্পৃক্ত মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়ন) ড. মহিউদ্দিন খান আলমগীর এ পৌরসভা ঘোষণা করার পর নারায়ণপুর বাজারে নারায়ণপুর পৌরসভার নামকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পরপরই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নারায়ণপুর পৌরসভার প্রশাসক নিয়োগে প্রজ্ঞাপন জারি করেন এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এর কয়েকদিন পর নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার স্থানীয় এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে নারায়ণপুর পৌরসভা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়। পরে উচ্চ আদালত নারায়নপুর পৌরসভা স্থগিত করেন।

এদিকে রিট আবেদনের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করে সরকার। আপিল বিভাগ পৌরসভার পক্ষে রায় দেন। পরে গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণপুর পৌরসভার প্রশাসক নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ