শিরোনাম
প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক: ইসরাইল প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮ দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপজেলা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি অ্যাস্ট্রাজেনেকা টিকার বিষয়ে অনুসন্ধান চলছে: স্বাস্থ্যমন্ত্রী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত গাজীপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু সারাদেশে পরিবেশ রক্ষায় গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

রাজশাহীতে এক রাতে ২ চিকিৎসক খুন

নিজস্ব প্রতিবেদক / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন হয়েছেন। দুইজনকেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রোববার রাত ৯টার দিকে সিটি হাটের পাশে ও রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাজেম আলী আহমেদ (৪৮)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি রাত পৌনে ১২টার দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বর্ণালীর মোড়ে তার গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপরজন এরশাদ আলী দুলাল, তিনি গ্রাম্য চিকিৎসক। তার বাড়ি নগরীর শাহমখদুম থানার কচুয়াতৈল এলাকায়। নগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ বাজারের একটি ফার্মাসী থেকে তাকে তুলে গিয়ে গিয়ে রাত ৯টার দিকে সিটি হাটের পাশে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে গিয়ে একদল মুখোসধারী নিজের ফার্মাসী থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে সিটি হাটের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন গ্লোবাল ফার্মাসিটিক্যালের রিপেজেন্টিফ শাহীন আলম। বর্ণালীর মোড়ে পৌছালে একটি মাইক্রোবাসে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় শাহীন আলম সাথে সাথে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তাকে হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ