বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

আগুনে পুড়ে গেছে বাবুরহাটের অর্ধ শতাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নরসিংদীর পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান।

রোববার (২৯ অক্টোবর) রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে শেখেরচরের বাবুরহাটের বণিক সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার অন্তত ১১টি ইউনিট কাজ করে। তাদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

ব্যবসায়ীরা জানান, শেখেরচর বাজারে বেশ কয়েকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তবে এবার অনেক বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটলো। বাজারের গলিগুলো খুবই ঘিঞ্জি থাকায় আগুন নিভাতে দেরি হয় বলে জানান তারা।

আগুনের সূত্রপাত বলতে না পারলেও অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ