বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

খুলনায় চীনা ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

খুলনায় নিখোঁজের দু’দিন পর খালিশপুর ৮শ’ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চায়না ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওয়াং জিও হুয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে রূপসা উপজেলার একটি ইটভাটার কাছে ভৈরব নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। খালিশপুর থানা এলাকায় নির্মানাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিলেন ওয়াং জিও হুয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস। তিনি বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় ওয়াং জিও হুয়া চুল কাটার উদ্দেশ্যে কর্মস্থল খালিশপুরের ৮০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট থেকে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

ওসি মনিরুল গিয়াস বলেন, তার নিয়োগকারী সংস্থা থানডং সাংলং সাংহুই ইলেকট্রিক কোম্পানির পক্ষ থেকে গত ২৫ আগস্ট বেলা আড়াইটার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তার নিখোঁজের বিষয়টি উদঘাটনের জন্য পুলিশ ব্যপক কাজ করছে বলেও জানান ওসি।

তিনি আরও জানান, ওয়াং জিও হুয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।sea


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ