বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সাড়ে তিন কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে তিন কেজি ৫৮৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ আবুল কালাম (৬৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদ কর্মীদের জানানো হয়। এর আগে ওইদিন সকাল ১১টার দিকে স্বর্ণের চালানটি আটক করা হয়।

আটক আবুল কালাম শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের মৃত আলহাজ্ব জামাল হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজার।

সরাসরি তত্ত্বাবধানে নায়েক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআচঁড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক সাইকেল আরোহীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৫৮৩ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

আটককৃত আসামি ও স্বর্ণ শার্শা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ