সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

২০০ লিটার সয়াবিন তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ভোজ্যতেলের বাজার তদারকি নিয়ন্ত্রণের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা।

এসময় বেশি মূল্যে ভোজ্যতেল (সয়াবিন তেল) বাজারে বিক্রির আশায় মজুদ করা ২০০ লিটার তেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বসুন্ধরা নামের ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তেলগুলো সাধারণ ক্রেতাদের কাছে খুচরা মূল্যে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এলাকার ‘বসুন্ধরা ট্রেডার্স’ এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভোক্তা অধিকার অধিদপ্তর জেলার সহকারি পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুদকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী হকার্স মার্কেটের ‘বসুন্ধরা ট্রেডার্স’ গোডাউনে মজুদকৃত ২০০ লিটার তেল জব্দ এবং তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত তেলগুলো খুচরা মূল্য ১৬০ টাকা ধরে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ