সোমবার, ০৬ মে ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ এর দাফন সম্পন্ন

জাকির হোসেন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সমাজকল্যাণ কমান্ডার, ও দলিল লেখক মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।


গত ২৯ শে জানুয়ারী (শনিবার) ভোর  ৫,৫০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর।মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ  তিনি ফরিদগনজ উপজেলার ১৪ নং দঃ  ইউনিয়ন পশ্চিম পোঁয়া জমাদ্দার বাড়ির নিবাসী, মৃত্যুকালে তিনি ২ দুইটি ছেলে, ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর  শোকের ছায়া নেমে আসে।  বীর মুক্তিযোদ্ধা  সৈয়দ আহমদ ১৯৭১সালে, দেশ স্বাধীনতা  রক্ষায়  মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং ভারতের  ট্রেনিং প্রাপ্ত মুক্তিযুদ্ধা, তিনি বীরের পরিচয় দিয়ে ছিলেন তিনি  ১৯৭২-৭৩  সালে  তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাধারণত সম্পাদক ও তেজগাঁও থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক,১৪নং ফরিদগঞ্জ  দঃ ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।


মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় অংশ গ্রহণ করেন চাঁদ পুরের  অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী মেজেস্টেড  (ভুমি)বেগমগঞ্জ, ফরিদগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার  শিউলি হরি,পুলিশের চৌকস দল, ফরিদগঞ্জ উপজেলা  মুক্তি যুদ্ধা সংসদের ডেপুডি কমান্ডার, সহিদ উল্যা তপাদার, মুক্তি যুদ্ধা শাহজাহান খাঁন,দলিল লেখক  ও উপজেলা  আওয়ামী লীগের  সদস্য  হাছান রাজা, ১২ নং ইউনিয় আওয়ামী লীগের সভাপতি আঃ কাদির , মুক্তি যুদ্ধা আলী,গৃদকালিন্দিয়া  হাজেরা হাসমত কলেজের অধ্যক্ষ মহিবউল্যা খা্ন১৪নং ফরিদগঞ্জ  ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি  হারুনুররশিদ, সাধারণত সম্পাদক  সাইফুল আলম  খাঁন সহেল, এস এম,তহিন রায়হান মামুনভূঁইয়া , সুমন,কামরুজ্জামান চৌধুরী (বাবর), মোস্তাফা কামাল বেপারী, জহিরুল ইসলাম  পাটওয়ারী প্রমূখ।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন  ধর্মপ্রাণ মুসলিম বর্গ।


মুক্তিযোদ্ধা সৈয়দ  আহমদ এর কৃতিন্তে সাবেক এমপি ডঃমোহাম্মদ শামছুল হকভূইয়ার পক্ষে  পুষ্প অর্পণ করেন  ১৪ নংদঃ ইউনিয়ন  আওয়ামীলীগের এর নেএীবৃন্দু, মরহুমের জায়নাজার জানাজা ২৯ তারিখ  বাদ আছর  বেপারি  বাড়ি জামে মসজিদে  অনুষ্ঠিত হয়।  মরহুমের বিদায়ী আত্মার  মাগফিরাতকামনা করে মরহুমের পারি বারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ