বুধবার, ০৮ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

সব ধর্মের মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

রিপোটারের নাম / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, রাসুল (সা.) সকল ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন। একই পথে আমাদের চলতে হবে। 

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। রাসুল (সা.) জোর করে ধর্ম প্রতিষ্ঠা করার কথা বলেননি। তিনি কোথাও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কথা বলেননি। যারা বাংলাদেশের শান্তি চায় না, তারাই দেশে জ্বালাও-পোড়াও করছে।

তিনি আরও বলেন, আমরা জানি তারা কারা। দেশের এমন পরিস্থিতি কখনো বরদাস্ত করা যাবে না। এখনই প্রস্তুতি নেওয়ার সময়। দেশের মানুষকে এক ছাতার নিচে এনে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আমব প্রশাসনকে বলবো প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অংকুর জীৎ সাহা নব, ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,  সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ