সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

কক্সবাজারে শপিং ব্যাগে মিলল ২০ হাজার ইয়াবা

কক্সবাজার ব্যুরো / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
????????????????????????????????

কক্সবাজারের টেকনাফে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) ভোররাতে পৌরসভার নাইট্যংপাড়া এলাকার প্রধান সড়ক হতে ওইসব ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকা কবির আহমদের ছেলে মোঃ হারুন(৩০) ও আব্দুল শুক্কুরের ছেলে মোঃ আলম (৩৫)।

র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্পে সিপিসি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী আরটিভি নিউজকে বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া এলাকার হযরত উসমান গণি (রাঃ) জামে মসজিদের সামনে টেকনাফ টু কক্সবাজার সড়কের পাকা রাস্তার ওপরে মাদকদ্রব্য বিক্রিয়ের উদ্দেশ্যে একদল মাদককারবারি অবস্থান করছে। সেখানে অভিযানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি শপিং ব্যাগসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, এই ব্যাপারে দুইজন মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ