বুধবার, ০৮ মে ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯৬ রোগী হাসপাতালে ভর্তি

ঢাকা ব্যুরো / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২৯ জুলাই সর্বোচ্চ ১৯৪ জন ভর্তি হয়েছিলেন।

শনিবার বিকালে দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় (৩০ জুলাই সকাল ৮টা থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৯৪ জন এবং ঢাকার বাইরে নতুন রােগী শনাক্ত হয়েছেন ২ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪৭ জন ও অন্যান্য বিভাগে রােগী ভর্তি হয়েছেন ৩০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছেন ১ হাজার ৮৭৭ জন।

তবে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ