মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর ডগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু কাউছার (৩২) নামে এক ডগ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে)  সন্ধ্যার পর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর ডগে এ দুর্ঘটনা ঘটে। সে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মাদববাসা এলাকার বাসিন্দা। সে দু সন্তানের জনক। উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর ডগে কারেন্ট এর সাহায্যে ডগে সাবিক-৬ ড্রেজারে জালাই কাজ করার সময়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়ে গেলে তার সহযোগি শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৮টার সময় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা.হাছিব তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে ও স্থানীয়রা জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মাারা যাওয়া নারায়নগঞ্জের আবু কাউছার বাহাদুরপুর চরের ডগে দীর্ঘ তিন বছর যাবত জালাই শ্রমিক হিসেবে কাজ করে আসছে। সে ডগের মালিক ইছু,জামান,আলম মাষ্টার, সফিক ও মমিন মাষ্টারের এদের যৌথ পার্টনারের গড়া ডগে দীর্ঘ তিন বছর যাবত জালাই শ্রমিক হিসেবে কাজ করছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার সময় ডগে কারেন্ট এর সাহায্যে ডগে সাবিক-৬ ড্রেজারে জালাই কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আবু কাউছার (৩২) নামে এক ডগ শ্রমিক হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত আবু কাউছার এর লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনিও নিজে যাচ্ছেন। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যাওয়া নারায়নগঞ্জের আবু কাউছার এর লাশ আমাদের পুলিশ হেফাজতে রয়েছে।তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।তারা থানায় আসতেছে। বিষয়টি আমি আমার উর্ধবতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ