শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

নতুন ছবিতে কোন চরিত্রে আসছেন শাকিব খান, জানালেন পরিচালক

বিনোদন ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১

আর মাত্র চার দিন বাকি। আগামী ২৫ মে থেকে শুরু হবে শাকিব খান ও বুবলী অভিনীত নতুন চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর শুটিং। নতুন ছবিতে কোন ধরনের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, তারই একটা আগাম ধারণা দিলেন ছবির পরিচালক তপু খান। আজ শুক্রবার বিকেলে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও পরিচালকের ফেসবুক পেজে শাকিব খানের প্রথম ঝলক (ফার্স্টলুক) পোস্টার প্রকাশিত হয়। পোস্টারটি নায়ক শাকিব খান তাঁর ফেসবুকেও পোস্ট করেছেন।

প্রথম ঝলকের পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম। পোস্টারটি তিনি তাঁর ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘দেড় মাসের পরিশ্রমের ফল এই পোস্টার। ডিজাইন করা আমার জন্য শুধু কাজ নয়, এটা আমার জন্য আবেগের।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির মধ্য দিয়ে আবারও জুটি হিসেবে দেখা যাবে শাকিব খান ও বুবলীকে। দুজনের একসঙ্গে অভিনীত মুক্তি পাওয়া শেষ ছবি ছিল ‘বীর’। এরপরে শাকিব খান ছাড়াও একাধিক ছবিতে নাম লিখিয়েছেন বুবলী। পরিচালক তপু খান চেয়েছিলেন তাঁর পরিচালিত প্রথম ছবিতে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে বুবলীকে নেবেন। গল্প শোনানোর একপর্যায়ে বুবলীও রাজি হয়ে যান।

ছবির শুটিংয়ের আগে শাকিব–বুবলী অভিনীত চরিত্র সম্পর্কে ধারণা দিতে ঈদের আগে একটি ফটোশুটের আয়োজন করেন পরিচালক। সেখান থেকেই একটি ‘লুক’ আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই বুবলীরও প্রথম ঝলক প্রকাশিত হবে বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির প্রথম ঝলকে শাকিবকে সত্যিকারের একজন নেতার মতোই দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করেছেন ভক্তরা। নতুন ‘লুক’–এর প্রশংসা করে অনেকেই আবার বলেছেন, প্রথম ঝলকে শাকিব খানের মুষ্টিবদ্ধ হাত যেন প্রতিবাদের প্রতীক।

শাকিব খান সর্বশেষ অভিনয় করেছেন ‘অন্তরাত্মা’ সিনেমায়। এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শেষ হয়েছে। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী এরপরেই ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারঘোষিত লকডাউন শুরু হলে পরিচালক শুটিং শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসেন। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বর্তমান পরিস্থিতি শুটিং উপযোগী বলে মনে করছেন পরিচালক তপু খান।

ছবির শুটিংয়ের আগে মাসখানেক সময় পেয়ে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করেছেন শাকিব খান, বুবলীসহ অন্য অভিনয়শিল্পীরা। পরিচালক দফায় দফায় অভিনয়শিল্পী ও কারিগরি দলের সঙ্গে মিটিং করেছেন। এই ছবির জন্য আগের থেকে বেশ ওজন কমিয়েছেন শাকিব খান। নিজেকে আরও প্রস্তুত করেই ক্যামেরার সামনে দাঁড়াতে চান, তাই এই প্রচেষ্টা। শাকিব খান প্রথম আলোকে বলেন, ‘এই ছবির গল্প তরুণ প্রজন্মের চেতনাকে নতুন করে জাগিয়ে তুলবে। এটা দেখার পর সবাই মনে করবেন, “ইয়েস, আমিই বাংলাদেশ।”’

 ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক তপু খানের সঙ্গে শাকিব খান ও বুবলী

‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক তপু খানের সঙ্গে শাকিব খান ও বুবলী

শাকিব খান আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এই অবস্থায় সবাইকে ভিন্নধর্মী কিছু নিয়ে ভাবতে হবে, করতে হবে—যা দেশের মানুষকে নতুন আশা ও স্বপ্ন দেখাবে। আমার অঙ্গনের কথাই বলি। দেশে ও দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা চলচ্চিত্রপ্রেমীদের নতুনভাবে আমাদের দেশীয় ছবির প্রতি আগ্রহী করে তুলতে হলে ভালো গল্প, দূরদর্শী পরিচালক ও রুচিশীল প্রযোজকের সমন্বয়ে বড় বাজেটের ছবি দরকার। “লিডার: আমিই বাংলাদেশ” সবকিছুর সমন্বয়ে তেমনই একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। আমরা যদি সবাই মিলে ঠিকমতো শুটিং শেষ করে ছবিটি দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই ছবি নতুন আশা ও স্বপ্ন দেখাবেই। এমন গল্প ও আয়োজনের ছবি পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।’‘লিডার; আমিই বাংলাদেশ’ ছবির ফার্স্টলুক–এ শাকিব খান

ফার্স্টলুকের বিষয়ে শাকিব খান বলেন, ‘ফেসবুকে ফার্স্টলুক প্রকাশের পরে আমার ভক্তরা খুবই পছন্দ করেছেন। আশা করছি, ছবিটিও পছন্দ করবেন। ছবির পরিচালক তপু খানের মধ্যে দারুণ একটা স্পিরিট আছে। এটা যদি ঠিকভাবে কাজে লাগাতে পারে, চলচ্চিত্রে সুন্দর একটা অবস্থান হবে তার। তা ছাড়া তার মাথা একদম পরিষ্কার। কী করতে চায়, সেটা ভালোভাবে বোঝে। কনফিডেন্সও আছে।’

পরিচালক তপু খান এখন শুটিংয়ে নামার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। টানা ৩৫ দিন শুটিং করে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কাজ শেষ করতে চান তিনি। তপু বলেন, ‘জীবনের প্রথম সিনেমা, অন্য রকম এক স্বপ্নের শুরু। সেই স্বপ্নের শুরুতে আমার ওপর আস্থা রাখায় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা। শাকিব ভাই, বুবলী আপুসহ সবার সঙ্গে নিয়মিত গল্প ও চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। তাঁরা আমার প্রতি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা আমাকে মুগ্ধ করেছে। কাজ করার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করব, আমার স্বপ্নের বাস্তবায়ন করে একটি সুন্দর উপলক্ষ দেখে দর্শকের কাছে ছবিটি পৌঁছে দিতে। তত দিন পর্যন্ত সবার কাছে আমার জন্য দোয়া চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ