শিরোনাম
‘মেট্রোরেলে ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী’: কাদের দুই লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন মধ্যরাত থেকে মাছ আহরণ বন্ধ ৬৫ দিনের জন্য চলতি মাসের ১৭ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলার স্বর্ণের ভ‌রি ১ লাখ ১৯ হাজার টাকা ছাড়াল পায়রা বন্দরের সাথে সড়ক ও রেলের সংযোগ বাড়ানোর সুপারিশ পাকিস্তানে গাড়ি খাদে পড়ে নিহত ১৪ মিডিয়া ট্রায়াল পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সামান্য অর্থ বাঁচাতে দেশ ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী বজ্রপাতে তিন জেলায় ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ধাপের উপজেলা ভোটের মাঠে ১৫৭ ম্যাজিস্ট্রেট চাঁদপুর জমিন পত্রিকার ২৫ বছরে পদার্পণে মিলাদ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ইফার নিদের্শনা

এস. কাউসার, চাঁদপুর / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

চাঁদপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ইফা ধর্ম মন্ত্রণালয়ের নিদের্শনার চিঠির কপি বিতরণ ও ই-মেইলে ১২টি নিদের্শনার কপি প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.খলিলুর রহমান ১১ মার্চ বেলা সাড়ে ১১ টায় জানিয়েছেন।

তিনি জানান,স্বাস্থ্যবিধি অনুসরণপুর্বক পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদের আয়তন ও মুসল্লী সংখ্যা বিবেচনায় মসজিদে আদায় করতে পেশ ইমাম বা খতিবদের নির্দেশনামূলক চিঠি প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে একাধিক জামায়াতে আদায় করতে পারবে।

জামায়াতের সময়সূচি আগেই মাইকিং করে মুসল্লীদের জানিয়ে দিতে হবে বলে তিনি জানান। নামাজ শেষে কোলাকুলি বা হেন্ডশেক বা হাত মেলানো পরিহার করতে বলা হয়েছে।

পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্যে ঈদুল ফেতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্যে ধর্মমন্ত্রাণালয়ের নির্দেশে বলা হয়েছে ।

উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.খলিলুর রহমান বলেন,‘ আগামিকাল বুধবার চাঁদপুর পৌর সভার আয়োজনে চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যা ৬ টায় চাঁদপুর শহরের খোলা-মেলা কোনো এক স্থানে হবে। চাঁদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে স্বাস্থ্য মেনে অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, চাঁদপুর জেলার ৮ উপেজেলায় ৭ হাজার ২শ ৪২টি মসজিদে ১ হাজার ২শ ৩৬ টি শিশু শিক্ষালয় রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪শ ১০ টি পাঞ্জেগানা মসজিদ । বাকিগুলো জামে মসজিদ । প্রায় সাড়ে ৩ শ ইমাম বা খতিব রয়েছেন যারা সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত। মসজিদ সহ অন্যান্য বিষয়গুলো মনিটরিং করার জন্যে ৮ জন সরকারিভাবে নিযোগকৃত সুপারভাইজার রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ