শিরোনাম
The Safest Online Gaming Sites: A Comprehensive Guide চাঁদপুর জমিন পত্রিকার ২৫ বছরে পদার্পণে মিলাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতার্থে অবগতি পত্র প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক: ইসরাইল প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮ দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপজেলা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি অ্যাস্ট্রাজেনেকা টিকার বিষয়ে অনুসন্ধান চলছে: স্বাস্থ্যমন্ত্রী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত গাজীপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু সারাদেশে পরিবেশ রক্ষায় গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

কাতারের অর্থমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
কাতারের অর্থমন্ত্রী আলি শরিফ আল এমাদি। ফাইল ছবি: রয়টার্স

কাতারের অর্থমন্ত্রী আলি শরিফ আল এমাদিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। অর্থমন্ত্রী এমাদির বিরুদ্ধে সরকারি তহবিল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। এর মধ্যেই তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) বরাত দিয়ে আজ বৃহস্পতিবার আল-জাজিরা জানিয়েছে, সরকারি খাতে অপরাধমূলক কর্মকাণ্ডের নথি ও প্রতিবেদন পর্যালোচনা করার পরই অর্থমন্ত্রী এমাদিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি তহবিলের ক্ষতিসাধন, ক্ষমতার অপব্যবহার করে একজনের চাকরি কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আরও বিস্তৃত তদন্ত চলছে।

এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনায় গালফ নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এমাদির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আলি শরিফ আল এমাদি কাতারের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদ। তিনি ২০১৩ সাল থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটির অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি কাতার ন্যাশনাল ব্যাংকেও কাজ করেছেন। তিনি কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষের ৩০ কোটি ডলারের সার্বভৌম তহবিলের পর্ষদ সদস্য।

অর্থনীতিতে বৈচিত্র্য আনা, ২০১৪-১৫ সালে জ্বালানি তেলের রেকর্ড দরপতনের সময় কার্যকর নীতি প্রণয়নের মাধ্যমে কাতারের জ্বালানিনির্ভর অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য প্রশংসা কুড়িয়েছিলেন আল এমাদি। ২০২০ সালে তিনি উপসাগরীয় অঞ্চলের সেরা মন্ত্রী হিসেবে পুরস্কৃত হন।

করোনা মহামারির ধাক্কা ও বিশ্বজুড়ে জ্বালানির চাহিদায় পতনের জের ধরে গত বছর কাতারের অর্থনীতি ৩ দশমিক ৭ শতাংশ সংকুচিত হয়ে এসেছে। তবে আশঙ্কার চেয়ে দেশটির অর্থনীতি কম সংকুচিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। এ আয়োজন ঘিরে দেশটির অবকাঠামো নির্মাণ খাতে গত কয়েক বছরে বিপুল বিনিয়োগ করা হয়েছে। দেশটিতে নির্মাণ করা হয়েছে একাধিক বড় স্টেডিয়াম। বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়-কর্মকর্তাদের থাকার জায়গা। এসব নির্মাণ প্রকল্প হয় শেষ হয়েছে, কিংবা শেষের পথে। তাই চলতি বছর দেশটিতে বড় প্রকল্পে অর্থায়ন কমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ