শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

হরিনাঘাট নৌ পুলিশ ফাড়িঁর অভিযানে কারেন্ট জাল সহ আটক ৯ জেলে

নিজস্ব প্রতিবেদক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

চাঁদপুরে হরিনাঘাট নৌ পুলিশ ফাড়িঁর জাটকা রক্ষা অভিযানে ৯ জেলেকে আটক করা হয়েছে।

রোববার (২৮ মার্চ) ভোর রাত ০৩.১৫ ঘটিকার সময় নৌ পুলিশ,  চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার, মোঃ কামরুজ্জামান মহোদয়ের নির্দেশে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার- ফোর্স সহ জাটকা ইলিশ রক্ষা অভিযান-২০২১ পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের দোকান ঘরের পশ্চিম পাশের মেঘনা নদী হতে ০৯(নয়) জন জেলেকে আটক করা হয়েছে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৫(পাঁচ) জন জেলে পানিতে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে ১,০০,০০০ (এক লক্ষ) মিটার অবৈধ জাটকা কারেন্ট জাল। মূল্য অনুমান ৩০,০০,০০০ (ত্রিশলক্ষ) টাকা এবং ডিজেল ইঞ্জিন চালিত ০৩(তিন)টি কাঠের তৈরী জেলে নৌকা। যার মূল্য  অনুমান ৪,৫০,০০০ (চারলক্ষ পঞ্চাশ হাজার টাকা) জব্দ করা হয়।

আটককালে জেলেদের নিক্ষেপকৃত চাক্তির আঘাতে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম ও কনস্টেবল মোঃ ফয়জুল কবির রাহাদ শারিরীক ভাবে আঘাত প্রাপ্ত হন।

আটককৃত জেলেদের মধ্যে মোঃ আল আমিন ছৈয়াল (২৭) ও মোঃ তাজুল ইসলাম (২৫) পালানোর চেষ্টা কালে তারা নৌকায় পড়ে ইঞ্জিনে লেগে আঘাত প্রাপ্ত হয়। পুলিশ সদস্য  ০২(দুই) জন ও আহত জেলে ০২(দুই) জনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ ১। সিদ্দিক আলী (২৮), পিতা- রশিদ হাওলাদার, সাং- বলিয়ারচর, দেওয়ানকান্দি, ৭নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন, ২। ঈমান হোসেন প্রধানিয়া (৬৫), পিতা- মৃত জহিরুল হক প্রধানিয়া, ৩। মোঃ মোকসেদ আলী দেওয়ান (২৫), পিতা- আবদুল জলিল দেওয়ান, ৪। মোঃ জয়নাল আবেদীন (২০), পিতা- মনির হোসেন সরকার, সর্ব সাং- মুগাদী, দেওয়ান কান্দি, (হাসান আলী মেম্বার বাড়ির পাশের), ৮নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউমিয়ন, ৫। মোঃ কামাল হোসেন ছৈয়াল (২৮), পিতা- মৃত সেকান আলী ছৈয়াল, সাং- চোকদার কান্দি, (হাসান আলী মেম্বার বাড়ির পাশের) , ৫নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন, ৬। মোঃ বিল্লাল মাল (২৫), পিতা- মোঃ সাদেক মাল, সাং- মুগাদী, মাল কান্দি, ৮নং ওয়ার্ড, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন, ৭। সাইফুল ইসলাম (২০), পিতা- শাহ আলম সরদার, সাং- উত্তর টিলাবাড়ি, (আলী হোসেন ছৈয়াল বাড়ির পাশে), ০৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, সর্ব থানাঃ সদর মডেল, জেলা-চাঁদপুর, ৮। মোঃ আল আমিন ছৈয়াল (২৭), পিতা- মোঃ ছাদেক আলী ছৈয়াল, সাং- সরকার কান্দি, (ছৈয়াল বাড়ি) ইউনুস সরকার বাড়ির পূর্ব পাশে, ০৬নং ওয়ার্ড, ০৯নং উত্তর তারাবুনিয়া ইউনিয়ন, থানা- সখিপুর, জেলা- শরিয়তপুর, ০৯। মোঃ তাজুল ইসলাম (২৫), পিতা- মোঃ ইউসুফ মিজি, সাং- ঈশানবালা, ২নং ওয়ার্ড, ০৪নং নীলকমল ইউনিয়ন।

পলাতক আসামীরা হলেনঃ ০১। জমির ছৈয়াল (২৭), ০২। আল আমিন (২৫), ০৩। কবির (২৫), ০৪। তানজিল (২৫), ০৫। মোঃ আশিক (২৫)।

হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেন জানান, এ ঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ