শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দীপ্ত বাংলা পাদদেশে ৩১বার তপোধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে সকালে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উদযাপন পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব দক্ষিণ থানা পুলিশ, আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। পরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা, কেককাটা, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন, তথ্যচিত্র ও ভিডিওর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত তথ্যচিত্র উপস্থাপন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কেককাটা ও মিষ্টি বিতরন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আওলাদ হোসেন লিটন, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। এছাড়াও দুইজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে ২০% ছাড়ে সেবা প্রদান, উপজেলার নির্দিষ্ট কিছু ঔষধের দোকানে ১০% ছাড়ে ঔষধ বিক্রি, সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ মার্চ প্রথম ভুমিষ্ঠ হওয়া শিশুকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ