শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

হাইমচরে অবাধে জাটকা নিধন, বহিরাগত জেলেদের নিয়ন্ত্রনে নদী

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

হাইমচরের মেঘনায় অবাধে জাটকা নিধন করছে বহিরাগত জেলোরা। উপজেলা ট্রান্সফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকা সত্যেও নিধন হচ্ছে জাতীয় সম্পদ ইলিশ। একদিকে উপজেলা ট্রন্সফোর্স কমিটির অভিযান অপর দিকে প্রকাশ্যে জাটকা নিধন করছে জেলেরা। বহিরাগত জেলেরা বহর নিয়ে এসে হাইমচরের গাজিপুর মেঘনায় জাল পেলে জাটকা নিধন করতে দেখা যাচ্ছে। জাটকা রক্ষা অভিযান প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মাঝে।

জানা যায়, ১নং গাজিপুর ইউনিয়নের গাজির টেকে মতলব উত্তর, মোহনপুর, চাঁদপুর সদর ও বহরিয়া এলাকার জেলেরা প্রতিদিন বিকেল থেকেই নদীতে জাল পেলে জাটকা শিকার করে থাকে। তাদের ট্রলারে ইট, পাটকেলসহ দেশীয় অস্ত্রস্ত্র নিয়ে তারা প্রভাব খাটিয়ে নদীতে জাল পেলে। প্রশাসনের টিম, কোষ্টগার্ড ও নীলকমল নৌ-পুলিশ সহ কোন টিমই তাদের ধাওয়া করার সাহস করে উঠতে পারে নি। নদীতে অভিযান চলাকালীন সময়েও এ জেলেরা জাটকা নিধন করে। এই জেলেদের বহর দেখে অন্যদিকে চলে যায় অভিযানে টিম এমন অভিযোগ রয়েছে অনেক।

অভিযানের টিমের সাথের প্রশাসনিক এক কর্মকর্তা জানান, বহিরাগত এ জেলে গুলো চাঁদপুর মহনা দিয়ে বহর নিয়ে হাইমচরের মেঘনায় এসে মাছ শিকার করে। চাঁদপুরের প্রশাসন চাইলে এ সকল বহিরাগত জেলেদের নিয়ন্ত্রন করতে পারে। তাদেরকে যদি চাঁদপুরের মহনায় কড়া পাহাড়া দিয়ে আটকে দেয়া যায় তাহলে তারা হাইমচরের ডুকতেও পারবে না,, মাছ শিকার করতে পারবে না। হাইমচরের মেঘনায় জাটকা রক্ষা করতে হলে বহিরাগত জেলেদের নিয়ন্ত্রন করতে হবে। তাদের একমাত্র চাঁদপুর প্রশাসনই পারে নিয়ন্ত্রন করতে। হাইমচরের মেঘনায় তারা বহর নিয়ে মাছ নিধন করে। অভিযানের টিমের সদস্য কম থাকায় তাদের ধাওয়া করা সম্ভব হয়নি। অভিযানের টিম দেখলে তারা ভয়ে পালাবার কথা, কিন্তু উল্টো এ জেলেরা লাঠি, ইটপাটকেল নিয়ে অভিযানে টিমকে ধাওয়া করে।

নাম প্রকাশ না করা সত্যে গাজিপুর ইউনিয়নের কয়েকজন জেলে বলেন, হাইমচরের কোষ্টগার্ড নৌ-পুলিশ নাম মাত্র অভিযান পরিচালনা করেন। নদীতে তাদের সামনে মাছ নিধন করে নিয়ে যাচ্ছে বহিরাগত জেলেরা। তারা দেখেও যেন না দেখার মত করে চলে যান। অভিযান শুধু মনে হচ্ছে আমাদের জন্য। আমরা নদীর পাড়ে বসে বসে দেখি আর শুধু আপসোস করি। আমাদের চোঁখের সামনে দিয়ে নদী থেকে দুর দুরান্ত থেকে আসা জেলেরা মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। এই জেলেদের নিয়ন্ত্রন না করতে পারলে মেঘনায় ইলিশ রক্ষা করা কোন ভাবেই সম্ভব হবে না বলে মনে করেন তারা।

অভিযান চলছে, জাটকাও নিধন হচ্ছে সমান তালে এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধে আমরা অভিযান পরিচালনা করে আসছি, দলবেধে জাটকা নিধন বন্ধে সমন্বিত অভিযান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন হাইমচর প্রশাসন, কোষ্টগার্ড, মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চলছে, সোমবারের অভিযানে আটক ১১ জনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৫ জনকে জরিমানা,৬ জনকে জেল দেয়া হয়েছে,জাটকা নিধনে জড়িত বহিরাগত জেলেদের নিয়ন্ত্রণে গাজীপুর ও ঈশানবালা মধ্যবর্তী একটেল টেক এলাকায় কোষ্টগার্ড অস্থায়ী ক্যাম্প স্থাপন করে অভিযান পরিচালনা করলে নিয়ন্ত্রণ সম্ভব হবে, সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ