রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ফাইল ফটো)

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সরকারের সদিচ্ছা ও সক্ষমতার কারণে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থানে আছে। এ কারণে করোনা মোকাবিলা সহজ হয়েছে। খাদ্য ও পুষ্টিতে এই শক্তিশালী অবস্থানের পেছনে কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ 

শুক্রবার (৫ মার্চ) মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে করোনা মোকাবিলা করেছি, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। করোনা মোকাবিলায় আমরা বিশ্বে সফলতম দেশগুলোর একটি। করোনা মোকাবিলার মতো করোনা ভ্যাকসিন প্রদানেও আমরা সফলতার সাথে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষক লাভবান হয়, জনগণ উপকৃত হয়, দেশ এগিয়ে যায়। সব ধরনের বাধা অতিক্রম করে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি।’

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। আরও বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ