শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

মতলব পৌর নির্বাচনে নৌকা ২০,৬৯৪ ধানের শীষ ৯৭৯

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
মতলব পৌরসভায় বিজয়ী মেয়র -কাউন্সিলরগন ।

চাঁদপুরে মতলব পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৮ হাজার ৩শত ৩৯ জন ভোটারের মধ্যে ২২হাজার ৬শত ২৭ ভোট প্রয়োগ করে। তন্মধ্যে ২৫টি ভোট বাতিল হয়েছে।

মতলব পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো বিপুুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মেয়র পদে সর্বোচ্চ ২০হাজার ৬শত ৯৪ ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আওলাদ হোসেন লিটন (প্রতীক-নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক বাদল (প্রতীক- ধানের শীষ) ভোট পেয়েছেন ৯শত৭৯।

এছাড়াও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন কবির (প্রতীক- লাঙ্গল) ভোট পেয়েছে ১শত৯৭, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (প্রতীক- হাসপাখা) ভোট পেয়েছে ৭শত ৫৭টি।

রোববার রাত ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিতদের ফলাফলসহ নাম ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডের মরিয়ম ইসলাম (প্রতীক-আনারস) ৪হাজার ৫শত ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী দিলারা আক্তার বিপ্লবী (প্রতীক-অটোরিক্সা) পেয়েছে ৩হাজার ২শত ৪৮ ভোট, ও ৪,৫ ও ৬নং ওয়ার্ডের জোহরা খাতুন (প্রতীক-আনারস) ৩হাজার ৯শত ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মাকসুদা আক্তার (প্রতীক-জবাফুল) পেয়েছে ৩হাজার ৮শত ৩১ ভোট, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মাইরিন সুলতানা (প্রতীক-অটোরিক্সা) ৩ হাজার ৪ শত ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী সাজেদা বেগম (প্রতীক-চশমা) পেয়েছে ১ হাজার ৬শত ৮২ ভোট।

সাধারণ সদস্য (পুরুষ) ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আবুল বাশার পারভেজ (প্রতীক- টেবিল ল্যাম্প) ২হাজার ৯শত ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ শাহ গিয়াস (প্রতীক-ডালিম) পেয়েছে ১শত ৫৫ ভোট,

২নং ওয়ার্ডের মোঃ লিয়াকত আলী সরকার (প্রতীক-টেবিল ল্যাম্প) ১হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মজিবুর রহমান মন্টু (প্রতীক-উটপাখি) পেয়েছে ৮শত ভোট।

৩নং ওয়োর্ডের মোঃ সারওয়ার হোসেন (প্রতীক-উটপাখি) ১হাজার ৭শত ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কিশোর কুমার ঘোষ (প্রতীক- টেবিল ল্যাম্প) পেয়েছে ৮শত ৭ ভোট,

৪নং ওয়ার্ডের মোঃ আনিসুর রহমান আনু (প্রতীক-পানির বোতল) ১হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ওয়াহিদুজ্জামান মৃধা (ওহিদ) (প্রতীক-উটপাখি) পেয়েছে ৫শত ৬০ ভোট।

৫নং ওয়ার্ডের মোঃ ওয়াজ উদ্দিন (প্রতীক-উটপাখি) ১হাজার ২শত ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ ফারুক কাজী (প্রতীক-ডালিম) পেয়েছে ১হাজার ১শত ৭ ভোট,

৬নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম (প্রতীক-পাঞ্জাবি) পেয়েছে ১হাজার ১শত ৫৮ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী মামুনুর রশিদ (প্রতীক- টেবিল ল্যাম্প) পেয়েছে ৯শত ১৫ ভোট,

৭নং ওয়ার্ডের পিন্টু চন্দ্র সাহা (প্রতীক-উটপাখি) ১হাজার ৩শত ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতমপ্রতিদ্বন্ধী মোঃ আহিজল মুন্সী (প্রতীক-পানির বোতল) পেয়েছে ৬শত ৬৭ ভোট।

৮নং ওয়ার্ডের মোঃ মামুন চৌধুরী (প্রতীক-পানির বোতল) ১ হাজার ৪শত ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (প্রতীক-উটপাখি) পেয়েছে ৫শত ৩০ ভোট,

৯নং ওয়ার্ডের আব্দুল হাই বকাউল (প্রতীক-ডালিম) ১ হাজার ৩শত ১১ ভোট পেয়ে নিবাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আনোয়ার হাজরা (প্রতীক-পাঞ্জাবি) পেয়েছে ৮৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ