বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

কুয়েতে বেড়েছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, দেশটিতে বাড়ানো হয়েছে সতর্কতা ব্যবস্থা৷ ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১০৪৮ জন, সুস্থ হয়েছেন ৬৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

১১ ফেব্রুয়ারি দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় দৈনিক আরব টাইমস এ তথ্য নিশ্চিত করে। সংবাদে আরও বলা হয়েছে, মোট আক্রান্ত হয়েছেন ১৭৫০৩১ জন। মোট মৃতের সংখ্যা ৯৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৬৩৮৯৫ জন।  ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ১০৬৫৯ জনের। মোট টেস্টের সংখ্যা ১৬৪০০৪৭ জন। নিয়মিত চিকিৎসাধীন আছেন ১০১৫১ জন এবং আইসিইউতে আছেন ১১৪ জন।

প্রতিদিন রাত ৮টা হতে ভোর ৫টা পর্যন্ত মহল ও রেস্টুরেন্টগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। সেলুন, বিউটি পার্লার, জিম সেন্টার, খেলাধুলাসহ খোলা স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কুয়েতি নাগরিক  ও তাদের আত্নীয়স্বজন, বাসা, গৃহপরিচারিকা ছাড়া অন্য দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ