শিরোনাম
ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান আকাশপথে ট্যাক্সি চলতে বেশি দেরি নেই মোস্তাফিজের বোলিং তোপে চাপের মুখে নিউজিল্যান্ড অক্টোবরে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ৬ কোটি ডিম আমদানির অনুমতি চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশির মরদেহ ৭ দিন পর ফেরত দিলো বিএসএফ বয়স নিয়ে আলোচনা সত্ত্বেও আবারো নির্বাচন করবেন বাইডেন রাজশাহীতে নবনির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কুমিল্লায় আ’লীগের দু`গ্রুপের সংঘর্ষে একজন নিহত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুভ জন্মদিন সালমান শাহ বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ গোলাগুলি, আহত ১ কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন: সিইসি গাজীপুরে কোটি টাকার মাদকসহ ২জন গ্রেফতার
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন

কচুয়ায় নিসচা’র নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

‘দক্ষ চালক ভালো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা, আইডি কার্ড, টি-শার্ট ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে কচুয়া ডাকবাংলো মিলনায়তনে এ পরিচিত সভার আয়োজন করা হয়।

নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রিয়জন হারানোর কষ্ট অনেক কঠিন ও বেদনাদায়ক। আমরা সড়কে দূর্ঘটনায় কারো মৃত্যু কামনা করি না। এক্ষেত্রে নিরাপদ সড়ক চাই কমিটির এ ব্যতিক্রমী আন্দোলনকে স্বাগত জানাই। শুধু আন্দোলন ও প্রচারনা করলে চলবে না, সবাইকে নিয়ম মেনে সচেতন হতে হবে। তাহলে দূর্ঘটনা রোধ সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন, মুক্তিযোদ্ধা
আনোয়ার সিকদার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।

এছাড়াও নিহত স্বজন হারানো পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, মো: মিজানুর রহমান, সংগঠনের পক্ষে বক্তব্য দেন, সহ-সভাপতি ডা: সমীর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক ইসমাইল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মকবুল হোসেন।

পরে নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের উদ্যোগে চালক ও পথচারীদের দূর্ঘটনা রোধে সচেতনতা করার লক্ষ্যে চালকদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন অতিথিবৃন্দ। পরিচিতি সভায় নিরাপদ সড়ক চাই পক্ষে গত দু’বছরে কচুয়ার বিভিন্ন স্থানে নিহত ও আহতদের পরিসংখ্যান উপস্থাপন করা হয়। গত দু’বছরে কচুয়ায় বিভিন্ন সময়ে ১১জন নিহত ও প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। নিসচার নেতৃবৃন্দ কচুয়ার সাচার বাজার ও রহিমানগর বাজার যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ মোতায়ন ও সাচার দক্ষিন বাজার, কচুয়া বিশ্বরোড সহ বেশকিছু স্থানে স্প্রীড ব্রেকার স্থাপনের জোর প্রস্তাবনা করেন। এসময় বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বাস চালক ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ