সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান

নিজস্ব প্রতিবেদক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করা কারো একার কাজ নয়। এজন্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের যদি এ আন্দোলনে সম্পৃক্ত করা যায়, তাহলে কাজটা খুব সহজ হবে। তবে আমাদের মনে রাখতে হবে, ভালো কাজের লোক কমই হবে। এ ভেবে আমাদের বসে থাকলে চলবে না। আপনারা যারা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে সম্পৃক্ত আছেন, আমার বিশ্বাস আপনারা স্বেচ্ছাশ্রমে এ কাজে এগিয়ে এসেছেন। আপনারা অবশ্যই পারবেন। আপনাদের জনসচেতনতামূলক যে কোনো অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

তিনি আরো বলেন, দুর্নীতি প্রতিরোধের কাজে যুবসমাজকে বেশি করে সম্পৃক্ত করতে হবে। কেননা ওরাই গড়ে তুলবে দুর্নীতিমুক্ত আগামীর স্বপ্নের বাংলাদেশ।

গতকাল ২৬ জানুয়ারি জেলা প্রশাসক হলরুমে জেলা ও চাঁদপুরের সকল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুফতি কেফায়েত উল্লাহ, সদস্য বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, খায়রুল আহসান সুফিয়ান, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, হাজীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিতেশ চন্দ্র শর্মা, হাইমচর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এটিএম মোস্তফা হামিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মজুমদার, হাজীগঞ্জ উপজেলা কমিটির সদস্য মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সদস্য রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, নাসিমা বেগম, হাইমচরের উপজেলা কমিটির সদস্য বশির উল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ