শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

চাঁদপুর জেলা মৎস্য সমবায় সমিতির নির্বাচন : সভাপ‌তি মা‌নিক ও সম্পাদক শবেবরাত

চাঁদপুর প্রতিনিধি / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

চাঁদপুর জেলা মৎস্য সমবায় সমিতির নির্বাচনে সভাপ‌তি মা‌নিক ও সম্পাদক শবেবরাত নির্বাচিত হয়েছে এদিন চাঁদপুর জেলা মৎস্য সমবায় সমিতির নির্বাচন ব‌্যাপক উৎসব মুখর ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে অনুষ্ঠিত হ‌য়। সোমবার ২৫ জানুয়ারি সকাল সা‌রে ১০টা থেকে বি‌কেল ৪টা পর্যন্ত ২৮৭ জন ভোটা‌রের মধ্যে ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগের মধ‌্য দি‌য়ে সভাপতি পদে আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ শবেবরাত সরকার সহ ১০ প্রা‌র্থিকে নির্বাচিত ক‌রেন।

নির্বাচ‌নে সভাপতি পদে আব্দুল বারী জমাদার মানিক (চেয়ার) প্রতী‌কে ১৮৭ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলহাজ মোঃ মিজানুর রহমান ভূঁইয়া কালু (ছাতা) প্রতী‌কে ৮০ পে‌য়ে‌ছেন ভোট। সহ-সভাপতি পদে মোঃ বাদশা মাল (দোয়াত-কলম) প্রতী‌কে ১৫৮ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মুনসুর বন্দুকসী (মোমবাতি) প্রতী‌কে পে‌য়ে‌ছেন ১১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ শবেবরাত সরকার (মাছ) প্রতী‌কে ১৭৬ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হাজী মোঃ আনোয়ার হোসেন গাজী (গরুর গাড়ি) প্রতী‌কে ৯৫ পে‌য়ে‌ছেন ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে শাহজাহান বেপারী (খেজুর গাছ) প্রতী‌কে ১৭৪ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সোহেল গাজী (ফুটবল) প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৯৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোঃ মাইনুদ্দিন বেপারী (দেয়াল ঘড়ি) প্রতী‌কে ১৭৩ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহাঙ্গীর জমাদার (বটগাছ) প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৯৭ ভোট।
পরিচালক ৭ পদে বিজয়ী প্রার্থীরা হলেন : আঃ খালেক বেপারী (হাঁস) প্রতী‌কে ১৯৭, মোঃ সিদ্দিকুর রহমান (বই) প্রতী‌কে ১৮২ ভোট, মোঃ ছানা উল্লাহ মিজি (লঞ্চ) প্রতী‌কে ১৭৮ ভোট, ওমর ফারুক চোকদার (টিউবওয়েল) প্রতী‌কে ১৫৯ ভোট, মোঃ ইয়াকুব খান (উড়োজাহাজ) ১৫৬ প্রতী‌কে ভোট, মোঃ দাদন বেপারী (মোরগ) প্রতী‌কে ১৪৬ ভোট ও শ্রীকৃষ্ণ চন্দ্র দে (টেবিল) প্রতী‌কে ১২৫ ভোট পেয়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।
অন‌্যদি‌কে ‌মোঃ মাসুদ খান (হ‌রি‌ন) প্রতী‌কে ১২৪ ভোট, মোঃ রুহুল আ‌মিন গাজী (চাকা) প্রতী‌কে ১০১ ভোট ও মোঃ মাসুদ মিয় (কলস) প্রতী‌কে ১০১ ভোট পে‌য়ে বিজীত হ‌য়ে‌ছেন।উ‌ল্লেখ‌্য নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।নির্বাচ‌নে প্রধান নির্বাচন ক‌মিশানারের দ‌া‌য়িত্ব প‌ালন ক‌রে সমবায় অ‌ধিদপ্ত‌রের প‌রিদর্শক মোতালেব খান, সহকা‌রি নির্বাচন ক‌মিশনার আলমগীর হো‌সেন, স‌মি‌তির সদস‌্য হাজী বাবুল জমাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ