শিরোনাম
কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের নানা কর্মসূচিতে শেখ জামালের ৭১তম জন্মদিন পালিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা বৃদ্ধি পেয়েছে: দীপু মনি বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

কচুয়া পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৫৫ জনের মনোনয়নপত্র দাখিল

নাঈম পাটোয়ারী/ হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে শেষ দিন মনোনয়ন পত্র জমা দিয়েছে ৫৮ প্রার্থী।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত কচুয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা নির্বাচন অফিসার আবু বকর সিদ্দিকী। মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৫জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নজরুল ইসলাম, শাহ্ আলম, রহমত উল্লাহ , আব্দুল কাদের, বিল্লাল হোসেন । ২নং ওয়ার্ডে মো. ইউছুফ আলী, মো. মালেক, মো. মহসিন রেজা, তাজুল ইসলাম। ৩নং ওয়ার্ডে গাজী কামাল, মাহারুন আল মিলি, মো. ইউছুফ, শাহ্ ইমরান, ফারুক হোসেন, আবদুল সালাম, শাহজাহান। ৪নং ওয়ার্ডে ফয়েজ আহমেদ , জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, আবু ছাইদ সোহাগ , হেলাল গাজী, দুলাল মোল্লা, জামাল হোসেন। ৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান, শাহজাহান, আমিনুল ইসলাম, মো. আজাদ, মকবুল হোসেন। ৬নং ওয়ার্ডে শাহআলম, মির্জা গোলাম মোরর্শেদ, এরশাদ প্রধান। ৭নং ওয়ার্ডে কামাল হোসেন অন্তর, ইয়াছিন সম্রাট, সেন্টু মজুমদার , হুমায়ুন কবির। ৮নং ওয়ার্ডে মো. আব্দুল মমিন, মাসুদ আলম, শরীফ আহম্মেদ, আবুল খায়েরএবং সর্বশেষ ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, হেদায়েত উল্লাহ্ মুন্সী, আমিনুল হক, মোস্তাফা কামাল, আবুল খায়ের ও হারুন মিয়া।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১নং আসনে জোহরা খাতুন, ফেরদৌসী ও খুশিদা বেগম, ২নং আসনে- গাজী শাহীন, বিলকিছ আক্তার (১), রোকেয়া বেগম ও নারগিস আক্তার, বিলকিছ আক্তার(২) ৩নং আসনে- পারুল আক্তার, আমেনা আক্তার।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ