চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি তাই নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে বর্তমান মেয়রের মকিমাবাদ ৬নং ওয়ার্ড মিয়া বাড়ি প্রাঙ্গনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম.মাহবুব-উল আলম লিপনকে পুনরা বিজয়ী করতে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু’র পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় দিক নির্দশনা বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, সাবেক ভাইস-চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী, জেলা আ.লীগের কোষাধ্যক্ষ রোটা.আহসান হাবিব অরুণ, আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, অধ্যাপক সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ বিল্লাল গাজী, জহিরুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুর মোহাম্মদ, পৌর ছাত্রলীগের সভাপতি শুক্কুর আলম শুভ,বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা ইকবালুজ্জামান ফারুক, প্রবীন আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী, সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আলী আশ্রাফ, পৌর যুবলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সম্মানিত সদস্য সোহাগ আহম্মেদ মাইনু, পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল মজুমদার, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম, সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী মনির, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ জসিম উদ্দিন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রিটন চন্দ্র সাহা, হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সম্মানিত সদস্য ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলমাছ রায়হান রানা, হাজীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ আলী আজগর, শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ দেলোয়াের হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বিলু, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ ওমর ফারুক, পৌর তাঁতী লীগের সভাপতি শাহী রাজ মাসুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউসুফ সহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।