শিরোনাম
স্বতন্ত্র প্রার্থী ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ১৭ ডিসেম্বরের পর: নাছিম বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপিন্স শিক্ষাক্রমে ‘ব্যাঙের লাফ, হাঁসের ডাক’ মিথ্যাচার মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশন বন্ধ নভেম্বরে প্রবাসী আয় ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স ১৮ ডিসেম্বরের আগে নির্বাচনি প্রচারণার সুযোগ নেই: ইসি মোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে দীপু আর নেই আবারও মা হলেন শুভশ্রী ভূমিকম্পে কুবির তিন হলে ফাটল বেনাপোল দিয়ে ঢুকলো ৭৪ মেট্রিক টন আলু  প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র দাখিল দুবাইয়ে জলবায়ু সম্মেলন কপ-২৮ বৃহস্পতিবার থেকে শুরু গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে সংসদ সদস্য পদ ছাড়তে হবে না : ইসি
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন

জাতীয় দলে খেলতেই হবে, এমন চিন্তায় নেই মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
মাশরাফি বিন মুর্তজা। (ফাইল ফটো)

গত মার্চে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ার দিন মাশরাফি মুর্তজা বলেছিলেন, জাতীয় দলে খেলতেই হবে, এমন চিন্তা নেই তার। জাতীয় দলে সুযোগ না পেলে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।

সোমবার জাতীয় দল থেকে ক্যারিয়ারে প্রথমবারের মতো বাদ পড়ার পরও তার ভাবনায় একটুও চিড় ধরেনি। এখনও তার ধ্যানে আছে ক্রিকেট। সেটা শুধুমাত্র জাতীয় দলের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের সফলতম বোলার ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন আরও কিছুদিন।

রাতে মুঠোফোনে রাইজিংবিডিকে মাশরাফি বলেন, ‘জাতীয় দল সম্পূর্ণ পেশাদার জায়গা। আপনাকে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচকদের সিদ্ধান্তকে আমি পুরোপুরি পেশাদারভাবে নিচ্ছি। এখানে মন্তব্য করার মতো কিছু নেই।’

ইনজুরি জর্জরিত ক্যারিয়ারে তিনি কয়েকবার দল থেকে ছিটকে গেছেন, কিন্তু ফিরেছেন স্বরূপে। তবে এবার ভিন্ন গল্প, দূরদর্শী চিন্তা করে তাকে আর দলে নেওয়ার প্রয়োজন অনুভব করছে না নির্বাচক কমিটি। তাই ১০ মাস পর শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেই মাশরাফির নাম। তাহলে কি শেষ হতে যাচ্ছে একটি অধ্যায়!

মাশরাফির বার্তা পরিষ্কার, ‘আমি খেলা চালিয়ে যাবো। আমাকে জাতীয় দলে খেলতেই হবে এমন ভাবনা এখনও নেই। কিছুদিন আগেও তো বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলেছি। আমাকে খুলনাসহ আরও তিনটি দল নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তাদেরকে ধন্যবাদ। সামনেও আমাকে দলে নিলে আমি খেলবো। আমি আজও একই কথা বলছি। জাতীয় দল থেকে বাদ পড়ছি, এসব ভাবনা আমার মধ্যে একদমই নেই।’

গত মার্চে অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। নেতৃত্বে জয়ের অর্ধশতক নিয়ে তিনি দায়িত্ব ছাড়েন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার পর নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু এক ম্যাচ খেলার পর করোনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় ক্রিকেট। ৯ মাস পর মাঠে নেমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলো ছড়ান। ৪ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। ম্যাচ প্রতি বোলিং গড় ৮.০৬। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে সুযোগ পেতে নির্বাচকদের চোখে এ পারফরম্যান্স যথেষ্ট ছিল না।র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ