শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেই উন্নয়নের চাকা ঘুরছে : স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানিকগঞ্জ পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘করোনাকালীন সময়ে বিভিন্ন দেশে (বিশ্ব) ১৮ লক্ষ মানুষ করোনায় মারা গেছে এবং আক্রান্ত ৮ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। এতে অর্থনীতি ভঙ্গুর অবস্থা পড়েছে। অনেক উন্নয়নশীল দেশে অর্থনীতির সূচক মাইনাস হয়ে পড়েছে। কারণ ওই সব দেশে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তাদের দেশের এই অবস্থা। কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই কারণে আমাদের দেশে উন্নয়নের চাকা ঘুরছে।’

পদ্মা সেতুসহ সকল সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘পৌর নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জ বাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সাথে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জ বাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়।’

বিএনপিসহ অনেকেই ঘরে বসে এবং নিরাপদে থেকে সমালোচনা করতে পারে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছেন। আগামীতে দেশে যত নির্বাচন হবে ভোটারা তাদের প্রত্যাখান করবে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছেন। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনি স্টেডিয়াম ও মিলনায়তন নির্মানসহ শহরের খালের উন্নয়ন করা হবে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নব নির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ