শিরোনাম
প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই: তামিম বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী চিনির আমদানি শুল্ক কমানো হলো ৫০ শতাংশ তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু মুন্সীগঞ্জে ২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার শপথ নিলেন ২৩ বিচারপতি ফ্লোরিডায় আঘাত হানতে পারে ‘মিল্টন’ এস আলমের দুই প্রতিষ্ঠানের বিআইএন লক এখনো উদ্ধার হয়নি পুলিশের ১৪৫৯ অস্ত্র টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর বায়ু, পানি ও শব্দদূষণ রোধে একসাথে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী পদত্যাগ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানের পথে নৌবাহিনীর ৬৭ সদস্য
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে সন্ত্রাসীর গুলিতে নারী সমাজকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
ফ্রেশতা কোহিস্তানি (ছবি সংগৃহীত) ।

আফগানিস্তানে সন্ত্রাসীর গুলিতে নিজ বাড়ির সামনেই খুন হয়েছেন সমাজকর্মী ফ্রেশতা কোহিস্তানি। খবর এএফপির।

বৃহস্পতিবার বিকেলে হওয়া এই হামলায় ফ্রেশতার এক ভাইও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। হামলার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএফপি বলছে, বৃহস্পতিবার মোটরবাইকে চেপে ফ্রেশতার সামনে হাজির হয় অজ্ঞাত দুষ্কৃতীরা। তারপর তাকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফ্রেশতার। হামলায় গুলিবিদ্ধ হন তার এক ভাইও। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তারও পরবর্তীতে মৃত্যু হয়।

আফগানিস্তানের কাপিসা প্রদেশের কোহিস্তান জেলার হেস-ই-আওয়াল এলাকায় বসবাস করতেন ফ্রেশতার। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেশতা জানান, তিনি খুনের হুমকি পাচ্ছেন। প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন।

নারী অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ২৯ বছরের ফ্রেশতা। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে আবদুল্লা আবদুল্লার হয়ে প্রচারেও ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি নারী অধিকার নিয়ে মানুষকে সচেতন করতে কাবুলসহ দেশের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন তিনি।

আফগান সরকার এবং তালেবানের মধ্যকার শান্তি বৈঠক চলাকালীন সম্প্রতি সে দেশে রাজনীতিক, সাংবাদিক এবং সমাজকর্মীদের ওপর হামলা এবং খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ফ্রেশতার ওপর যেভাবে হামলা চালানো হয়, অবিকল একই ধাঁচে গুলি করে খুন করা হয়েছে বহু বিশিষ্ট মানুষকে।

গেল বুধবার কাবুলে প্রকাশ্য দিনের আলোয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন মহম্মদ ইউসুফ রশিদ নামের এক ব্যক্তি। নির্বাচনী দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী একটি সংগঠন চালাতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ