বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে জরিয়ে রয়েছেন এই জনপ্রিয় দুই তারকা ।
এদিকে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারা। এমনকি সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। তবে অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রণবীর।
এই অভিনেতা জানান, করোনা মহামারি শুরু না হলে এতদিন আলিয়ার সঙ্গে তার বিয়ে হয়ে যেত। তিনি বলেন, ‘আমি অন্য কিছু বলে অমঙ্গল ডেকে আনতে চাই না। আমি এই বিষয়টিতে টিক দিয়ে রেখেছি এবং খুব শিগগির বাস্তবায়ন করতে চাই।’
আলিয়ার সঙ্গে লকডাউনে একসঙ্গে ছিলেন রণবীর। এই অভিনেতা বলেন, ‘আমার প্রেমিকা আলিয়া একটু উচ্চাকাঙ্ক্ষী। লকডাউনে সে গিটার থেকে শুরু করে চিত্রনাট্য— সব বিষয়ে শিক্ষা নিয়েছে। তার কাছে আমাকে একটু কম উচ্চাকাঙ্ক্ষী মনে হয়। আমি কোনো ক্লাস করিনি। শুরুতে আমরা পারিবারিক সমস্যা কাটানোর চেষ্টা করছিলাম। এরপর বই পড়ে ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। প্রতিদিন দুই থেকে তিনটা সিনেমা দেখেছি।’
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, খুব শিগগির বিয়ের কথা ভাবছেন না তিনি। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমার বয়স সবেমাত্র ২৫ বছর। আমার মনে হয়, এখনো বিয়ের সময় হয়নি।