শিরোনাম
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু সীমান্তে পিঠ দেখাবেন না, অর্পিত দায়িত্ব পালন করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা কোটি টাকা কেলেঙ্কারি বিজেপি’র বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ ৩ লাখ গোলাবারুদ ৪ হাজার অস্ত্র উদ্ধার বিজিবিকে যে অনুরোধ করল বিএসএফ রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চান না বেরোবি শিক্ষার্থীরা আজ ভালোবাসা অনুভবের দিন বিডিআর বিদ্রোহ নিয়ে মুখ খুললেন মঈন ইউ আহমেদ নির্বাচনী ব্যবস্থার সংস্কার সরকারের বড় চ্যালেঞ্জ সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি শহীদ পরিবারের দায়িত্ব সরকারের : নাহিদ ইসলাম
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান (ফাইল ফটো)।

ধর্মের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদ  ঘৃণ‌্য বিষয় বলে মন্তব‌্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই।’ 

বুধবার (২৩ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্প আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক গোপালগঞ্জ জেলার আন্তঃধর্মীয় কর্মশালা’য় ভার্চুয়ালি যোগ দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মো. ফরিদুল হক খান ব‌লেন, ‘ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করতে হ‌বে। এক্ষত্রে ধর্মীয় নেতারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কথা বললে সমাজে তার ইতিবাচক সুফল পাওয়া যাবে।’ তিনি বলেন, ‘প্রতিটি ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, শান্তির বার্তা শোনায়। সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়টি কোনো ধর্মই সমর্থন করে না। এটি মানবতাবিরোধী অপরাধ। প্রত্যেক ধর্মের অনুসারীর নিকট তার ধর্ম শ্রেষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বিষয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতি-গোষ্ঠীর সমন্বয়ে বৈচিত্র‌্যময় এক শান্তিপ্রিয় দেশ। দেশের সংবিধানে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় অনুশাসন, বিধি-বিধান স্বাধীন ও মুক্ত পরিবেশে প্রতিপালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। দেশের মানুষ ধর্মভীরু বা ধর্মের প্রতি সংবেদনশীল। জনগণের ধর্মের প্রতি এই আবেগ-অনুভূতিকে ব্যবহার করে দেশি-বিদেশি অপশক্তির মদদে গোষ্ঠীবিশেষ দেশকে নিয়ে সর্বদা চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

ভার্চুয়াল সভায় আরও যোগ দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহিন, গোপালগঞ্জ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ