রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

ভুয়া চিকিৎসকদের যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান চেয়ে রিট

দর্পণ রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ভুয়া চিকিৎসকদের সাজা হিসেবে যাবজ্জীবন ও মৃত্যদণ্ডসহ যথাযথ পরিমাণ জরিমানার বিধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন জনস্বার্থে রিটটি দায়ের করেন।

রিটে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে ‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০’ এর ধারা ২৮(৩) ও ২৯(২) সংশোধন করে ভুয়া ডাক্তারের সাজা তিন বছর ও জরিমানা এক লাখ টাকা থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানা বাড়াতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও আদেশ চাওয়া হয়েছে। রিটে আইন সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও রেজিস্ট্রারসহ সংশ্নিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর একই বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। পরে ওই নোটিশের জবাব না পেয়ে সোমবার রিটটি দায়ের করা হয় হাইকোর্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ