চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেছেন, এটা শুধু ভাস্কর্যের প্রতি আঘাত নয়, জাতির পিতার আদর্শের প্রতি আঘাত দেয়া হয়েছে। জাতির পিতার আদর্শকে ধ্বংস করবেন তা এত সহজ নয়। তিনি আমাদের জাতীয় সম্পদ। তাঁর ডাকে স্বাধীন হওয়া এই দেশ এখন বিশ্ব দরবারে রোল মডেল। তাই জাতির এ উন্নয়নকে এই অপশক্তি মেনে নিতে পারছে না।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘কুষ্টিয়া জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে’ চাঁদপুর জেলায় কর্মরত জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, এখন ঘুমাবার সময় না, কাজ করার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। আমাদেরকে এখনই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটি আমাদের পবিত্র দায়িত্ব।
এসময় তিনি বলেন, দুস্কৃতকারীরা ডিসেম্বর মাসকে নাশকতা এবং বাঙালি সত্ত্বার মনে আঘাত করার জন্য বেঁচে নেয়। তারাই এরকম দু:সাহজ কিভাবে পায়। প্রগতিশীল অপশক্তি মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত বাঙালি সত্ত্বার গভীর কোটায় আঘাত। বঙ্গবন্ধুকে অস্বীকার করে অগ্রগতি সম্ভব নয়। বাঙালি জাতি মাথা নত করার নয়।
চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়েই আমাদের সবকিছু নিঃশ্বেস হয়ে যায়। আমাদের সৌভাগ্য তারই সুযোগ্য কন্যা এখন দেশের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন এ দেশ এগিয়ে যাচ্ছে, তখনই কিছু দুস্কৃতিকারীরা এদেশকে পিছিয়ে দিতে এ ধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যারা এ ধরণের কাজে লীপ্ত এদেশের মাটিতেই তাদের বিচার হবে।