চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর মাদক বিরোধী অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জহির মিজি (৩৪) কে আটক করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম দক্ষিণ বালিয়া গ্রামের লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জানা যায়, ঐদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম জেলা সদর থানাধীন দক্ষিণ বালিয়া গ্রামের লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মোক্তার আহম্মদ মিজির ছেলে মোঃ জহির মিজির (৩৪) দেহ তল্লাশী করে ৪২০পিস ইয়াবাসহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও জানা যায় আসামী বিকাশ ব্যবসার আড়ালে গোপনে দীর্ঘদিন যাবৎ মাদকব্যবসা চালিয়ে যাচ্ছিছিলো।
এ বিষয়ে একেএম দিদারুল আলম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।যার মামলা নং-১৩, তারিখ: ৫/১২/২০২০।
একেএম দিদারুল আলম জানান, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।